3:21 pm , March 6, 2019

মোঃ আসাদুজ্জামান আসাদ, স্বরুপকাঠি ॥ স্বরুপকাঠি উপজেলার বলদিয়া ইউনিয়নের বিন্যা বাজার সংলগ্ন খাল দখল করে ক্লাবের নামে দোকান ঘর তোলার অভিযোগ পাওয়া গেছে। সরকার দলের বলদিয়া ইউনিয়নের সাবেক সম্পাদকের নামেই উঠছে এ খাল দখলের অভিযোগ। সরজমিনে বিন্যা বাজারের উত্তর পার্শের খালের মধ্যে ৬০ থেকে ৭০ ফুট দখল করে ইট দিয়ে গাইড ওয়াল করার জন্য কয়েক হাজার ইটের মজুদ করা হয়েছে। অন্যদিকে খালের মধ্যে প্রায় ৮ ফুট দখল করে পানির নিচে গ্রেট বিম ও পিলার করা হয়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। ক্লাবের নামে খালদখল করে ভাড়া দেয়ার ব্যাপারে ক্লাবের পৃস্টপোষক ও আওয়ামীলীগ বলদিয়া ইউনিয়নের সাবেক সম্পাদক মোঃ নজরুল ইসলাম বলেন ক্লাবের প্রয়োজনে খাল দখল করেছি। ওখান থেকে যা আয় হয় তা ক্লাবের প্রয়োজনেই খরচ করি। ১২ বছর ধরে ক্লাবের এইসব দোকান ঘর থেকে আয়কৃত ১১/১২ লক্ষাধীক টাকার হিসাব না দেয়ার ব্যাপারে নজরুল বলেন এটি সম্পূর্ন মিথ্যা কথা। আমি আগামী কাল (আজ বৃহস্পতিবার) সকালে আপনার সাথে দেখা করবো। বলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের বর্তমান সভাপতি মহাব্বত হোসেন বলেন ক্লাবের টাকার হিসাব না পাওয়ায় অনেক কস্ট করে এই কাজ ধরিয়েছি। তবে কাজটি যদি আইন বিরুদ্ধ হয় তাহলে যেটুকু আইনে আছে সেভাবেই করবো।
বিষয়টি নিয়ে বলদিয়া ইউনিয়ন সরকারি সম্পত্তির তদারককারী তহসিলদার খালিদ হোসেন বলেন আমি চলতি সপ্তাহে এখানে যোগদান করেছি তাই বিষয়টি জানিনা। আমি এখনি সরজমিনে গিয়ে দেখছি এবং আইনের বাহিরে হলে কাজ বন্ধ করে দিব। তবে বিকাল ৫ টা পর্যন্ত কাজ বন্ধের কোন খবর পাওয়া যায়নি।