কাশিপুরের দুই ভাইয়ের কারাদন্ড কাশিপুরের দুই ভাইয়ের কারাদন্ড - ajkerparibartan.com
কাশিপুরের দুই ভাইয়ের কারাদন্ড

3:38 pm , March 5, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর কাশিপুরস্থ বিল্ববাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে কুপিয়ে জখমের দায়ে পৃথক ধারায় দুই ভাইকে মোট ১০ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল বরিশালের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ কবির উদ্দিন প্রামানিক আসামিদের উপস্থিতিতে এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডিত আসামিরা হল, বিল্ববাড়ি এলাকার বাসিন্দা জাহাঙ্গির হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম। আদালত সুত্রে জানাগেছে, আসামিদের সাথে দির্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো পার্শবর্তি বারেক খন্দকারদের। ২০১৫ সালের ১৪ মার্চ স্থানীয় মিলন মেম্বারের বাড়ি পার্শবর্তি মাঠে ক্রিকেট খেলছিলো বারেক খন্দকারের ছেলে মিলন। এসময় পুর্ব সশ্রুতার জের ধরে আসামিরা মিলনকে দেশি অশ্রদিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় পরদিন মিলনের মা মুকুল বেগম বাদি হয়ে বিমান বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। একই বছরের ২০ এপ্রিল আসামিদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন এসআই আব্দুল হালিম। আদালতে ৮ জনের সাক্ষ্যে গ্রহন শেষে অভিযোগ প্রমানিত হলে আসামি রফিকুল ইসলামকে ৩২৬ ধারায় ৫ বছরের সশ্রম কারাদন্ড ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড এবং আসামি শফিকুলকে ৩২৭ ধারায় ৫ বছরের সশ্রম কারাদন্ড ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT