এলপি গ্যাসের অবৈধ মজুদধারীকে অর্ধ লাখ টাকা জরিমানা এলপি গ্যাসের অবৈধ মজুদধারীকে অর্ধ লাখ টাকা জরিমানা - ajkerparibartan.com
এলপি গ্যাসের অবৈধ মজুদধারীকে অর্ধ লাখ টাকা জরিমানা

3:35 pm , March 5, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে এলপি গ্যাসের অবৈধ মজুদ বিরোধী অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার নগরীর বটতলা বাজারের শরীফ এন্টারপ্রাইজে এ অভিযান করা হয়। আদালতের নির্বাহী হাকিম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নগরীর বটতলা বাজারের শরীফ এন্টারপ্রাইজলাইসেন্সের শর্তানুযায়ী সর্বোচ্চ ৪০টি সিলিন্ডার মজুদ করতে পারেন। তবে ওই প্রতিষ্ঠানের মালিক মো. নুরুল আলম তার গোডাউনে ২ শতাধিক এলপি গ্যাস সিলিন্ডার মজুদ রেখেছেন। যার কারণে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের কারাদন্ড দেয়া হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT