‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সম্মেলন অনুষ্ঠিত ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সম্মেলন অনুষ্ঠিত - ajkerparibartan.com
‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সম্মেলন অনুষ্ঠিত

3:32 pm , March 5, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বরিশাল বিভাগীয় সম্মেলন হয়েছে। ‘শেখ হাসিনার উপহার, একটি বাড়ি একটি খামার বদলাবে দিন তোমার আমার’ এই প্রতিপাদ্য নিয়ে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় নগরীর সদর রোডস্থ অশি^নী কুমার হলে এই সম্মেলন হয়। বরিশাল জেলা প্রশাসন ও একটি বাড়ি একটি খামার প্রকল্প কর্তৃক আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস বলেন, কাউকে দান খয়রাত দিয়ে বাচিয়ে রাখা যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি উপলদ্ধি করে এদেশের মানুষকে স্বাবলম্বী করতে ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প গ্রহন করেছেন। তাই বিভাগীয় কমিশনার একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, দেশের গরিব মানুষকে আর্থিকভাবে সমৃদ্ধ না হয় তাহলে দেশ কিভাবে সমৃদ্ধ হবে। তাই আপনারা সঠিকভাবে দায়ীত্ব পালন করেন দেখবেন বাংলাদেশ সমৃদ্ধ হয়ে উঠবে। সম্ভব হবে বর্তমান সরকারের আমার গ্রাম আমার শহর প্রকল্প বাস্তবায়ন করা । একটি বাড়ি একটি খামার প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) আকবর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপ-প্রকল্প পরিচালক নজির আহমেদ, বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এছাড়াও অন্যান্যদের মধ্যে বরিশাল বিআরডিবি’র উপ-পরিচালক জহিরুল হক মৃধা, প্রকল্পের জেলা সমন্বয়কারী তানিয়া আক্তার সহ বিভাগের পটুয়াখালী, ভোলা, বরগুনা ও পিরোজপুরের ২৮ উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পের কাজে কর্মরত ৪ শতাধিক কর্মকর্তা-কর্মচারী দিনব্যাপি সম্মেলনে অংশ গ্রহন করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT