নগরীতে পুলিশ পরিচয়ের দুই ছিনতাইকারী আটক : গণধোলাই নগরীতে পুলিশ পরিচয়ের দুই ছিনতাইকারী আটক : গণধোলাই - ajkerparibartan.com
নগরীতে পুলিশ পরিচয়ের দুই ছিনতাইকারী আটক : গণধোলাই

3:51 pm , March 4, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ পুলিশ পরিচয়ে ছিনতাইকালে আটক দুই ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর বিএম কলেজ মসজিদ গেট এলাকায়। আটককৃতরা হলো-নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার বাসিন্দা আলমগীর শেখের ছেলে ইমন শেখ (২৬) ও বিসিক রোড এলাকার বাসিন্দা আলম হাওলাদারের ছেলে শাহীন হাওলাদার (২৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বিএম কলেজের সামনে তিনজন কিশোরকে আটক করে পুলিশ পরিচয়ে তাদের (কিশোর) সাথে থাকা তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় ওই কিশোররা চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দেয়। এ সময় আটককৃতরা নিজেদের পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাবি করেন। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ওই দুই ছিনতাইকারীকে আটক। এ বিষয়ে কোতয়ালী মডেল থানার এসআই মোঃ ইলিয়াস বলেন, আটককৃতরা চিহ্নিত ছিনতাইকারী। এ ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT