নগরীর লঞ্চঘাট জেলা পরিষদের স্টল বহুতল ভবনে রূপান্তর হলেও অগ্রাধিকার পাবেন বর্তমান ব্যবসায়ীরা নগরীর লঞ্চঘাট জেলা পরিষদের স্টল বহুতল ভবনে রূপান্তর হলেও অগ্রাধিকার পাবেন বর্তমান ব্যবসায়ীরা - ajkerparibartan.com
নগরীর লঞ্চঘাট জেলা পরিষদের স্টল বহুতল ভবনে রূপান্তর হলেও অগ্রাধিকার পাবেন বর্তমান ব্যবসায়ীরা

3:49 pm , March 4, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর লঞ্চঘাট জামে মসজিদের বিপরীতে জেলা পরিষদের স্টল বহুতল ভবনে রূপ নিতে যাচ্ছে। এতে করে আতংকগ্রস্থ হয়ে পড়েছেন সেখানকার ব্যবসায়ীরা। তাদের আশংকা বহুতল ভবনে রূপ নিয়ে কতিপয় ব্যক্তিদের স্টল বাণিজ্যে তাদের ব্যবসায় ধ্বস নামতে পারে। তবে জেলা পরিষদ নিশ্চিত করেছে বহুতল ভবন নির্মিত হলেও বর্তমানে যারা বরাদ্দ নিয়ে ব্যবসা চালিয়ে আসছেন তাদরকে অগ্রাধিকার ভিত্তিতে স্টল বরাদ্দ দেয়া হবে। ওই মার্কেটের একাধিক ব্যবসায়ী বলেন, ১৭টি স্টলে তারা বছরের পর বছর ধরে ব্যবসা-বাণিজ্য চালিয়ে আসছেন। এখনচালানো হয়েছে। পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সুখেন্দ্র চন্দ্র সরকার ও সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছে।
ভেজাল বিরোধী অভিযান পরিচালনা কালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৩৮ ধারা মোতাবেক পণ্যের মোড়ক ব্যবহার ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স সমীর ট্রেডিং এর তাপস বনিক, মেসার্স অনীল চন্দ্র সাহা এর স্বপন কুমার সাহা, মেসার্স সিকদার ট্রেডিং এর নিরব দাস, চিত্ত দাস পোল্ট্র এর চঞ্চল দাস, শান্তি পোল্ট্রি এর নন্দ দাস এবং চন্দ্রপরী গোস্তের দোকান এর মোঃ মাসুমকে যথাক্রমে ১৫ হাজার, ৫ হাজার, ৫ হাজার, ২ হাজার, ২ হাজার ও আড়াই হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT