3:41 pm , March 4, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরী থেকে ইয়াবাসহ পটুয়াখালী জেলা কারাগারের কারারক্ষী ও তার সহযোগিকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩৫ পিস ইয়াবা। গতকাল সোমবার দুপুর সোয়া ১টার দিকে নগরীর জিয়া সড়ক এলাকা থেকে ডিবি’র এসআই একরামুল হক সরকার এর নেতৃত্বাধিন দল তাদের আটক করে। আটককৃতরা হলো- নগরীর জিয়া সড়ক এলাকার বাসিন্দা মৃত মকবুল হোসেন এর ছেলে পটুয়াখালী জেলা কারাগারের কারারক্ষি মো. মাঈনুল ইসলাম মিলন (ব্যাচ নং-৪২৬৩৮) ও অপর জন একই এলাকার বাসিন্দা সোহাগ। তথ্যের সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নাসির উদ্দিন মল্লিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই একরামুল হক এর নেতৃত্বাধিন টিম জিয়া সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে সোহাগ নামের মাদক সেবীকে ৫ পিস ইয়াবা সহ আটক করা হয়। পরে সোহাগ ডিবি পুলিশকে জানায় ‘পটুয়াখালী কারাগারের কারারক্ষি মাইনুলের কাছ থেকে সে ওই ইয়াবা ট্যাবলেট ক্রয় করেছে। সোহাগের দেয়া স্বীকারক্তির ওপর ভিত্তি করে কারারক্ষি মাঈনুল ইসলামকে আটক করে ডিবি পুলিশ। পরে তার কাছ থেকে আরো ৩০ পিস ইয়াবা ও বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন, এক হাজার পঞ্চাশ টাকা ও কারারক্ষী পদের পরিচয়পত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি’র এসআই একরামুল বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন বলেও জানিয়েছে সহকারী পুলিশ কমিশনার নাসির উদ্দিন মল্লিক।