নগরীতে শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ নগরীতে শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ - ajkerparibartan.com
নগরীতে শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

3:17 pm , March 3, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ শিক্ষকের ওপর হামলা ও মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ফলে রূপাতলী-সাগরদী মহাসড়কে প্রায় আধাঘন্টা যানবাহন চলাচল বন্ধ ও ব্যাপক যানজটের সৃষ্টি হয়। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় নগরীর রূপাতলী চান্দুর মার্কেট এলাকায় অবরোধ ও বিক্ষোভের ঘটনা ঘটে। পরে কোতয়ালী মডেল থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। ঘটনার প্রত্যক্ষদর্শী এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গনিতের শিক্ষক আলমগীর হোসেন জানান, আগামী ৯ মার্চ স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ নিয়ে শনিবার বেলা ১২টার দিকে বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকদের উপস্থিতিতে প্রস্তুতি সভা চলছিলো। এসময়প্রতিযোগিতার শৃঙ্খলা রক্ষার জন্য ভলান্টিয়ার নেয়ার বিষয়ে আলোচনা চলছিলো। যা নিয়ে স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুস ছালাম এর ছোট ভাই ও ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সদস্য শওকত আকবর এর সাথে ইংরেজি শিক্ষক এনায়েত হোসেন মল্লিক এর বাক বিতন্ডা হয়। এক পর্যায় ম্যানেজিং কমিটির সদস্য শওকত আকবর ওই শিক্ষকের উপর পানির গ্লাস ও চায়ের কাপ নিক্ষেপ করে। এতে ওই শিক্ষক আহত হলে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে শিক্ষকের উপর হামলার খবর শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। এর প্রতিবাদে রোববার সকালে হামলার প্রতিবাদ এবং হামলাকারী ম্যানেজিং কমিটির সদস্য শওকত আকবর এর বিচার দাবীতে স্কুল সংলগ্ন সাগরদী-রূপাতলী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে তারা। এর ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে খবর পেয়ে কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান সহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে ছুটে যান। তারা শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে এনে পরিস্থিতি শান্ত করেন। এতে যানবাহন চলাচল পুনরায় শুরু হলেও দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়। পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, ৯ মার্চ স্কুলে আয়োজিত ক্রিড়া প্রতিযোগিতা নিয়ে নিজেদের মধ্যে একটু ঝামেলার সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি সমাধান হয়ে গেছে। শিক্ষার্থীরাও ক্লাসে ফিরে গেছে। এ ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদ হাওলাদার জানান, আপাতত পরিস্থিতি পুরোপুরি ভাবেই শান্ত রয়েছে। বিষয়টি নিয়ে ম্যানিজিং কমিটির সভাপতি রোকেয়া বেগম সভা করেছেন। সভায় এ দ্বন্দ্বের সামধান করা হয়েছে। এদিকে, শিক্ষক এনায়েত হোসেন মল্লিক মারধর করার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং শওকত আকবরের শাস্তির দাবী করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT