নাশকতা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিবের আদালতে হাজিরা নাশকতা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিবের আদালতে হাজিরা - ajkerparibartan.com
নাশকতা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিবের আদালতে হাজিরা

3:14 pm , March 3, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি এ্যাড. মজিবর রহমান সরায়ার নাশকতা ও বিস্ফোরক মামলায় আদালতে হাজিরা দিয়েছে। রোববার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দেন। এ সময় তার সাথে বিএনপির অনেত নেতাকর্মী উপস্থিত ছিলেন। জানা গেছে, ২০১৫ সালের ১৭ অক্টোবার নাশকতা করায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানায় ৫৬ জনকে আসামী করে মামলান দায়ের করা হয়। এই মামলায় যুগ্ম মহাসচিব ১ নম্বর আসামী রয়েছেন। এর আগে এই মামলায় হাইকোট থেকে জাবিন নিয়েছেন বিএনপি নেতা সরোয়ারসহ ৫৬ জন বিএনপি নেতাকর্মী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT