3:14 pm , March 3, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি এ্যাড. মজিবর রহমান সরায়ার নাশকতা ও বিস্ফোরক মামলায় আদালতে হাজিরা দিয়েছে। রোববার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দেন। এ সময় তার সাথে বিএনপির অনেত নেতাকর্মী উপস্থিত ছিলেন। জানা গেছে, ২০১৫ সালের ১৭ অক্টোবার নাশকতা করায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানায় ৫৬ জনকে আসামী করে মামলান দায়ের করা হয়। এই মামলায় যুগ্ম মহাসচিব ১ নম্বর আসামী রয়েছেন। এর আগে এই মামলায় হাইকোট থেকে জাবিন নিয়েছেন বিএনপি নেতা সরোয়ারসহ ৫৬ জন বিএনপি নেতাকর্মী।