প্রতিরক্ষা কোর্স’র প্রতিনিধি দলের বিএমপি পরিদর্শন প্রতিরক্ষা কোর্স’র প্রতিনিধি দলের বিএমপি পরিদর্শন - ajkerparibartan.com
প্রতিরক্ষা কোর্স’র প্রতিনিধি দলের বিএমপি পরিদর্শন

3:13 pm , March 3, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ মহানগর পুলিশের (বিএমপি) সদর দপ্তর পরিদর্শন করেছেন জাতীয় প্রতিরক্ষা কোর্স (এনডিসি) এর একটি প্রতিনিধি দল। গতকাল রোববার সকাল ১০টায় ‘অভ্যন্তরীন অধ্যায়ন ভ্রমন’ (আইএসটি) এর অংশ হিসেবে মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান এর নেতৃত্বে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া ও শ্রীলংকার মোট ২৫ জন ব্রিগেডিয়ারজেনারেল এবং যুগ্ম সচিব মর্যাদার প্রতিনিধিবৃন্দ পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে দুপুরে নগরীর আমতলার মোড়ে বিএমপি কমিশনারের অস্থায়ী কার্যালয়ের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর পুলিশ কমিশনার মো. মোশারফ হোসেন। এছাড়া সভায় অংশগ্রহনকারী জাতীয় প্রতিরক্ষা কোর্স এর প্রতিনিধি দলের সামনে মহানগর পুলিশের অবকাঠামো, সফলতা, ভবিষ্যত কর্ম পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য ও ডকুমেন্টারী তুলে ধরেন অতিরিক্ত পুলিশ কমিশনার মাহ্ফুজুর রহমান। মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার নাসির উদ্দিন মল্লিক বলেন, আগত প্রতিনিধি দল প্রশ্ন উত্তর পর্বে বিএমপি’র বিভিন্ন বিষয় অবগত হন এবং তারাও তাদের বিভিন্ন মতামত প্রদান করেছেন। তাছাড়া আলোচনা সভা শেষে জাতীয় প্রতিরক্ষা কোর্স এর প্রতিনিধি দল এবং মহানগর পুলিশ কর্মকর্তাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিনিময় হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT