3:28 pm , March 2, 2019
গলাচিপা প্রতিবেদক ॥ গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী হলেন গলাচিপা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুঃ শাহিন শাহ্। শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়। তালিকা অনুযায়ি উপজেলা পরিষদে চূড়ান্ত মনোনীত প্রার্থীদের হাতে দলীয় প্রধান শেখ হাসিনা স্বাক্ষরিত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে চিঠি তুলে দেয়া হয়। চতুর্থ ধাপে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের দলীল মনোনয়ন পেলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মু. শাহিন শাহ্। তিনি বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গলাচিপা-দশমিনা ঢাকাস্থ যুব ঐক্যফ্রন্টের সভাপতি। গলাচিপা উপজেলা আওয়ামী লীগ সভাপতি প্রফেসর সন্তোষ দে জানান, শুক্রবার বিকেলে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোয়ন বোর্ডের সিদ্বান্তক্রমে গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মু. শাহীন শাহ্-কে দলীয়ভাবে মনোনীত করা হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপে আগামী ৩১ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৪ মার্চ, মনোয়নপত্র বাছাই ৬ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহার ১৩ মার্চ। এ ছাড়া বাছাইয়ের বিরুদ্ধে আপিল দাখিল করা যাবে ৭ থেকে ৯ মার্চে এবং আপিল শুনানি হবে ১০ থেকে ১২ মার্চ পর্যন্ত। বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৪ মার্চ এবং ওইদিন থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।