3:26 pm , March 2, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ বিএম কলেজের ভ্রাম্যমান ফুড কোডে খাবার দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। এছাড়াও ওই দুই গ্রুপ গভীর রাতে কলেজ ক্যাম্পাসে ধারালো অস্ত্র নিয়ে শো-ডাউন দিয়েছে বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কলেজ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বিএম কলেজের জীবনানন্দ দাশ চত্বরের ভ্রাম্যমান ফুড কোড থেকে খাবার কেনা নিয়ে কলেজ ছাত্রলীগ কর্মী জহিরের সাথে দ্বন্দ হয় ফুড কোডের মালিকের সাথে। এসময় জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাতের অনুসারী রাকিব সহ বেশ কয়েকজন জহিরকে মারধর করে। এর প্রতিবাদে জহির ও তার সহচররা লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে ভ্রাম্যমান ফুড কোডটি ভাঙচুর করে পুকুরের মধ্যে ফেলে দেয়। এরপর তারা কলেজের ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক হলের সামনে অবস্থান নেয়। অপরদিকে এই ঘটনার পরপরই ছাত্রলীগ কর্মী রাকিব ও তার সহচররা কলেজ ক্যাম্পাসে অস্ত্র নিয়ে ঢুকলে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে দুই গ্রুপ ভিন্ন ব্লকে গিয়ে অস্ত্র নিয়ে শো-ডাউন দেয় বলে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। তারা আরো জানান, জীবনানন্দ দাশ চত্বরে ওই ভ্রাম্যমান ফুড কোডটি দেয়া হয়। আর ফুড কোড মালিকের সাথে দ্বন্দ্ব নিয়ে জহিরকে মারধর করে। এই বিষয়ে জানতে কলেজের অধ্যক্ষকে একাধিকবার কল করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এছাড়া ছাত্রলীগের ওই দুই গ্রুপও কোনো মন্তব্য করতে রাজি হয়নি এই বিষয়ে।