ভা-ারিয়ায় চেয়ারম্যান পদে আ’লীগের প্রার্থী মিরাজ ॥ ভাইস চেয়ারম্যানের দুই পদে জেপির মশিউর-আসমা ভা-ারিয়ায় চেয়ারম্যান পদে আ’লীগের প্রার্থী মিরাজ ॥ ভাইস চেয়ারম্যানের দুই পদে জেপির মশিউর-আসমা - ajkerparibartan.com
ভা-ারিয়ায় চেয়ারম্যান পদে আ’লীগের প্রার্থী মিরাজ ॥ ভাইস চেয়ারম্যানের দুই পদে জেপির মশিউর-আসমা

3:24 pm , March 2, 2019

ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভা-ারিয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মিরাজুল ইসলাম মিরাজকে সমর্থন দিয়েছেন জাতীয় পার্টি (জেপি)। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও ভিটাবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মশ্উির রহমান মৃধা ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে আসমা আখতারকে জেপির প্রার্থী হিসেবে সমর্থন দেয়া হয়েছে। এদিকে জানা গেছে, ভা-ারিয়া উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে শুক্রবার রাতে মো. মিরাজুল ইসলামের নাম ঘোষনা করা হয়। জেপি থেকে সমর্থন পাওয়া মিরাজুল ইসলাম আওয়ামী লীগের প্রার্থী মনোনীত হওয়ার পর রাতেই ভা-ারিয়া বাজারে আনন্দ মিছিল করে নেতা কর্মীরা। এ সময় আতশ বাজি ফোটানো হয়েছে। অপরদিকে ভাইস চেয়ারম্যানের দুই পদে একাধিক প্রার্থীর প্রত্যাশার ও অবসান ঘটে গত বুধবার। জেপি চেয়ারম্যান এ দুই পদের মশ্উির রহমান মৃধা ও আসমা আখতারকে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT