পাথরঘাটায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে টিন ও টাকা বিতরণ পাথরঘাটায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে টিন ও টাকা বিতরণ - ajkerparibartan.com
পাথরঘাটায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে টিন ও টাকা বিতরণ

3:45 pm , March 1, 2019

পাথরঘাটা প্রতিবেদক ॥ পাথরঘাটায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে টিন ও টাকা বিতরন করেছেন উপজেলা প্রসাশন। গতকাল শুক্রবার উপজেলা পরিষদের সামনে ১৬ পরিবারের মধ্যে প্রত্যেককে প্রধানমন্ত্রীর জরুরী ত্রান তহবিল থেকে ২ বান্ডিল টিন ও ঘর নির্মানে জন্য মিস্ত্রী খরচ বাবদ ৬ হাজার করে টাকা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা স্বপন কুমার ব্রক্ষ্ম। পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।
পাথরঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারি প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পাথরঘাটায় ঘুর্ণিঝড়ের আঘাতে সাত শতাধীক বসতঘর উড়িয়ে নিয়ে যায় এবং রবি শস্যসহ হাজার হাজার গাছপালা ভেঙ্গে গেছে।ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে দুই শতাধীক সম্পুর্ণ ক্ষতিগ্রস্থ পরিবারকে বরাদ্ধ সাপেক্ষে পর্যাক্রমে ২ বান্ডিল করে টিন ও ৬ হাজার করে টাকা দেয়া হবে। প্রথম পর্যায় ৫০ বান্ডিল টিন ও ১ লক্ষ পঞ্চাশ হাজার পিচ টিন বরাদ্ধ পাওয়া গেছে। তা থেকে আজ ১৬ পরিবারকে দেয়া হয়েছে। বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন জানান, আমার এলাকাটি একটি দুয়োগপূর্ন এলাকা। বৃহস্পতিবারের ঘুর্ণিঝড়ের পর বর্তমানে শতাধীক পরিবার এখন খোলা আকাশের নিচে। তাৎক্ষনিকভাবে জেলা প্রসাশকের কাছ থেকে কিছু প্রধানমন্ত্রীর জরুরী ত্রান তহবিলের টিন ও টাকা এনে অতিদরিদ্র পরিবারকে দেয়া হয়েছে। আমি ত্রান মন্ত্রনালয়ে সাহায্য চেয়েছি কয়েক দিনের মধ্যে বরাদ্ধ পেলেই ক্ষতিগ্রস্থ সকল পরিবারকে সাহায্য প্রদান করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT