পুলিশ মেমোরিয়াল ডে পালন পুলিশ মেমোরিয়াল ডে পালন - ajkerparibartan.com
পুলিশ মেমোরিয়াল ডে পালন

3:40 pm , March 1, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নানা কর্মসূচির মধ্যে দিয়ে নগরীতে ‘পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়েছে। গতকাল শুক্রবার রেঞ্জ, মহানগর ও জেলা পুলিশের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ উৎসর্গ করা ১৮ জন পুলিশ সদস্যের পরিবারকে সম্মাননাপত্র, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। এর আগে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ উপলক্ষ্যে নগরীর পুলিশ লাইন্সে স্থাপিত মনুমেন্ট-এ প্রয়াত পুলিশ সদস্যদের সম্মান ও শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করা হয়। মহানগর পুলিশ কমিশনার ও ডিআইজি সহ পুলিশের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উর্ধ্বতন কর্মকর্তারা। পরে পুলিশ লাইন্স এর গ্রিল সেটে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী ১৮ পুলিশ সদস্য’র পরিবারের সদস্যরা বক্তব্যের মাধ্যমে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি) মো. মোশারফ হোসেন। এছাড়া র‌্যাব-৮ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) আতিকা ইসলাম, মহানগরের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমান সহ আর্মড ব্যাটালিয়ন পুলিশের অধিনায়ক, আরআরএফ পুলিশ সুপার সহ পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT