আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও হলুদ রং প্রসঙ্গ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও হলুদ রং প্রসঙ্গ - ajkerparibartan.com
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও হলুদ রং প্রসঙ্গ

3:21 pm , February 27, 2019

মোঃ আসাদুজ্জামান আসাদ, স্বরুপকাঠি \ ২১ ফেব্রæয়ারী আমাদের অহংকার। আমাদের প্রাণের বিনিময়ে অর্জিত সম্পদ। একুশ মানে চেতনার বহি:প্রকাশ অন্তরের অন্তস্থল থেকে। আমার নিকটাত্মীয়র প্রায়াণ দিবসে আমরা যেভাবে তাদের স্মরন করি, একুশ মানে ভাষার জন্য যারা জীবন দিয়েছে সেভাবেই তাদের স্মরন করা। একুশ মানে আনন্দ নয়, নয় কোন উল্লাসের ঘনঘটা। রফিক, শফিক, বরকত, সালামদের আত্মার মাগফেরাত চেয়ে বিধাতার কাছে তাদের জন্য মন থেকে দোয়া করা। তাদের আত্মা পরপারে যেন শান্তিতে থাকে। আর আমরা যারা প্রান নিয়ে নিজের মনকথা বাংলা ভাষায় প্রকাশ করতে পারছি তার জন্য শুকরিয়া আদায় করা। আমার এ লেখনির প্রথমেই একটি রংয়ের কথা লেখা ছিল। তাই লেখার প্রতিপাদ্য বিষয় হলো দিবসের সাথে রংয়ের মিল। আমার মনে হয়, আমরা অনেক মানুষ আছি, যারা দিবসের সাথে কোন রংয়ের পোষাক পরিধান করা উচিৎ তা জানিনা বা জানার চেষ্টাও করিনা। সাধারন ব্যবহারের জন্য যে রংয়ের পোষাকই আমরা পরি তা বিশেষ দিনের গুরুত্বের সাথে কখনই মেলানে যায়না। কিন্ত স্বাভাবিক পোষাক ছেড়ে আমরা যখন নিজেকে বা অন্য কাউকে সুন্দর দেখানোর জন্য বিশেষ দিনে কোনো পোশাক পড়াই বা পড়িধান করি সেটাই সকলের নজর কাড়ে।আমার লেখনি সে কারনেই। ২১ ফেব্রæয়ারী শহীদ দিবসে স্বরুপকাঠির কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শোক র‌্যালীর সামনে ছোট ছোট বাচ্চাদের হলুদ শাড়ী পড়িয়ে শহিদ বেদীতে শ্রদ্ধা জানাতে নিয়ে যাওয়ার বিষয়ে আমি সহ অনেকেরই নজর কেরেছে। বিভিন্ন দেশ ও তার সাংস্কৃতির অবস্থা জানাতে রং আমাদেরকে গুরুত্বপূর্ন সাহায্য করেছে। রং এর মাধ্যমে যেমন একটি দেশের জাতীয় পতাকাকে বিশে^র বুকে তুলে ধরা যায় তেমনি কষ্ট, সুখ ভালবাসারও প্রকাশ হয় এই রংয়ের মাধ্যমে। রংয়ের কিছু ব্যবহার দেখে নেই:Ñ সাদা রং :Ñ শান্তি, বিশুদ্ধতা এবং ধর্মীয় প্রতিক হিসেবে ব্যবহৃত হয়। কালো রং:Ñ অন্ধকারাচ্ছন্য, মৃত্যু, মন্দ জাদুবিদ্যা, ভয় এবং শোকের রং হিসেবে ব্যবহৃত হয়। দুঃখ ও পীড়াদায়ক বিষয় বোঝাতেও কালো এর ব্যবহার করা হয়। লাল রং:- জরুরী অবস্থা, বিপদ, ক্রোধ, নিষ্ঠুরতা, আগুন,হৃদয়, ভালবাসা, উত্তেজনা ও রক্ত বোঝানোর জন্য সমগ্র বিশ^ব্যাপী লাল রং ব্যবহার করা হয়। নীল রং:Ñ পুরাণ ধর্মমতে নীলকে দেবতার রং হিসেবে উল্লেখ করা হয়েছে। আবার প্রাচীনকাল থেকে নীল রংকে স্বর্গের রংও বলা হয়। নীল স্থির এবং উদাসীন বোঝাতে ব্যবহার করা হয়। হলুদ রং:Ñ মূলত প্রাণ, শক্তি, আনন্দ, ভরসা, আশা, আত্মজ্ঞানের বহিঃপ্রকাশ ঘটানো এবং বন্ধুত্বের প্রতীক হিসেবে ব্যবহার করা হয় হলুদ রং। সবুজ রং:Ñ প্রকৃতি যেমন গাছপালা, পাতার রং সবুজ। মুসলিম ধর্মের প্রকাশের জন্যও সবুজ রং ব্যবহার করা হয়। তাই এটি মুসলমানের ঐতিহ্যবাহী রং। হিংসা বিদ্যেষ মুক্ত বোঝাতেও সবুজ রং এর ব্যবহার করা হয়। কমলা রং:- সৃজনশীলতা, হস্তান্তর, শক্তি এবং ধৈর্য বোঝাতে কমলা রং এর ব্যবহার করা হয়। বিভিন্য রংয়ের এই বিভিন্য ব্যবহার বিশ^ব্যাপী সমাদৃত। বহি:বিশ আমাদের বিশেষ দিনের ব্যানার ফেস্টুন ও পোশাকের রং দেখে আমাদের চেতনা, সংস্কৃতির অবস্থা বোঝার চেষ্টা করে। আমরাও সেভাবেই তাদেরটা বিবেচনা করি। রংয়ের বিবেচনায় শহীদ দিবস বা শোক দিবসে কালো ব্যানারের সামনে হলুদ শাড়ী বা জামাকাপড় দেখতে সুন্দর হলেও তা দিবসের সাথে খুবই বেমানান ও অবমাননাকর বলে আমি সহ অনেকেরই মনে হয়েছে।তাই সকল অভিভাবক, পিতামাতা, শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের বিষয়টি ভেবে দেখার অনুরোধ জানাচ্ছি। যাতে জীবনের বিনিময়ে পাওয়া এই প্রানের ভাষার জন্য দিবসটি হাস্যরসে পরিনত না হয় অন্য কারো জন্য।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT