৬ উপজেলায় আওয়ামী লীগের ৮ বিদ্রোহী প্রার্থী ঃ ৩টিতে একক ৬ উপজেলায় আওয়ামী লীগের ৮ বিদ্রোহী প্রার্থী ঃ ৩টিতে একক - ajkerparibartan.com
৬ উপজেলায় আওয়ামী লীগের ৮ বিদ্রোহী প্রার্থী ঃ ৩টিতে একক

3:21 pm , February 27, 2019

সাঈদ পান্থ \ বরিশালের ৯ উপজেলার মধ্যে ৬ টিকেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে। বাকি ৩টিতে আওয়ামী লীগ একক প্রার্থী দিয়েছে। যদিও এর মধ্যে একটিতে মহাজোটের (জাপা) একজন প্রার্থী রয়েছে ও দুইটিতে আওয়ামী লীগের প্রার্থী ব্যাতিত কোন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেননি। এদিকে বিএনপি কোন প্রার্থী না দিলেও বিএনপি দলীয় এক নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া ৯টি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের ২৭টি পদে ৭০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। যার মধ্যে ২টি উপজেলা চেয়ারম্যান ও দুটি উপজেলায় ভাইস চেয়ারম্যান ও ৩টি উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া দুটি উপজেলায় তিনটি পদেই একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা দুটি হলো গৌরনদী ও আগৈলঝাড়া। যারা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হচ্ছেন তারা সবাই আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৪র্থ ধাপে বরিশাল জেলার ১০টি উপজেলার মধ্যে মেহেন্দিগঞ্জ উপজেলা ব্যাতিত ৯টি উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৪ মার্চ। এ লক্ষ্যে মঙ্গলবার প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিলো। শেষ পর্যন্ত ৯ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের ২৭টি পদে ৭০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বরিশালের ৯টি উপজেলার কোনটিতেই বিএনপি দলীয় প্রার্থীরা মনোনয়ন জমা দেননি। অবশ্য উপজিরপুরে চেয়ারম্যান পদে ফিরোজ হোসেন ও বাকেরগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়াম্যান পদে মীর্জা খাদিজা নামের একজন বিএনপি সমর্থক মনোনয়নপত্র দাখিল করেছেন। যদিও ফিরোজ হোসেন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বলে দাবী করেছেন। জানাগেছে, বরিশালের ৯টি উপজেলার মধ্যে ৫টি উপজেলার রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) ও ৪টি উপজেলার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তাকে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা উন্নয়ন) ইকবাল আখতার জানান, তার অধিনে ৫টি উপজেলার মধ্যে বরিশাল সদরে চেয়ারম্যান পদে ২ জন ও ভাইস চেয়ারম্যানের দুটি পদে তিনজন করে মোট ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল সদর উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে তা দাখিল করেছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু। এখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন বিএম কলেজের সাবেক ভিপি মো: আনোয়ার হোসাইন। উজিরপুরে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে তা দাখিল করেছেন আওয়ামী লীগ নেতা আবদুল মজিদ সিকদার বাচ্চু। যদিও এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল। বাবুগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে তা দাখিল করেছেন আ’লীগ নেতা কাজী এমদাদুল হক দুলাল। এখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন যুবলীগ নেতা মোস্তাক আহমেদ রিপন। হিজলা উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে তা দাখিল করেছেন বর্তমান চেয়ারম্যান সুলতান মাহামুদ টিপু। এখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বেলায়েত হোসেন ঢালী, বাংলাদেশ প্রজন্ম লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ্যাড. আমিনুল ইসলাম স্বপন চৌধুরী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. জাকির হোসেন। বাকেরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে তা দাখিল করেছেন বর্তমান চেয়ারম্যান শামসুল আলম চুন্নু। এখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন কেন্দ্রীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ.কে.এম তিতুমির হাওলাদার। মুলাদী উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে তা দাখিল করেছেন বর্তমান চেয়ারম্যান তরিকুল ইসলাম মিঠু খান। এখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রকৌশলী ইউসুফ আলী। এছাড়া মুলাদী উপজেলায় ভাইস চেয়ারম্যানের দুটি পদে ৩ জন করে মোট ৬ জন, বানারীপাড়া উপজেলার ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং হিজলা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন, বাকেরগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন, বাবুগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন, উজিরপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও আগৈলঝাড়া উপজেলার ভাইস চেয়ারম্যানের ৩টি পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামীলীগের মনোনয়ন না পাওয়া উজিরপুর উপজেলার বর্তমান চেয়ারম্যান মো: হাফিজুর রহমান ইকবাল বলেছেন, ‘আমার কিছু সমর্থক চায় আমি যেন নির্বাচন করি। তারা ফরমও এনে পুরণ করেছে। আমি স্বাক্ষর দিয়েছি। এখন দল যদি চায় তবে আমি নির্বাচনে থাকবো। আর যদি দল না চায় তবে নির্বাচন করবো না। আওয়ামী লীগের বিদ্রোহী হওয়া বাংলাদেশ প্রজন্ম লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ্যাড. আমিনুল ইসলাম স্বপন চৌধুরী বলেছেন, ‘আমি বিদ্রোহী নই। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই। দলও স্বতন্ত্র প্রার্থীদের ওয়েলকাম জানিয়েছে। জনগণ পরিবর্তন চায়। তাদের চাহিদা পুরণ ও এলাকার উন্নয়নের লক্ষে আমি নির্বাচন করছি। আমি দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি। ৫ বার জেল খেটেছি। তাই মানুষ আমাকে চাচ্ছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT