কৃষক ফেডারেশনের মানববন্ধন কৃষক ফেডারেশনের মানববন্ধন - ajkerparibartan.com
কৃষক ফেডারেশনের মানববন্ধন

3:20 pm , February 27, 2019

নিজস্ব প্রতিবেদক \ গোল্ডেন রাইচের বাণিজ্যিকিকরন ও গোল্ডেন রাইচের পক্ষে বিদেশী চাটুকার বিজ্ঞাপন বন্ধের দাবি জানিয়ে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ কৃষক ফেডারেশন।
মানববন্ধনে বিষাক্ত জিএমও খাবার এবং মিথ্যা প্রলোভনের বিরুদ্বে কৃষকদের সচেতন হওয়ার পাশাপাশি কঠোর আন্দোলন গড়ে তোলার মাধ্যমে সমস্ত বিদেশী ষড়যন্ত্রকে রুখে দেয়ার দাবী জানানো হয়। কৃষক ফেডারেশন বরিশাল জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ হারুন ভান্ডারীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন , জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ হালিম মোহরী, কৃষাণী সভা বরিশাল শাখার সভানেত্রী রেহানা বেগম মিতু, সাধারন সম্পাদক রেনু বেগম, প্রচার সম্পাদক ইউসুফ আকন, প্রচার সম্পাদিক হিরা বেগম,সাংগঠনিক সম্পাদক মোঃ ত্রনায়েত, মনি বেগম,মোঃ মামুন খান প্রমূখ। বক্তারা এসময় বলেন , সারা ইউরোপিও ইউনিয়নে জিএমও খাবার নিষিদ্ব। অপরদিকে আমাদের দেশে নানা অজুহাত দেখিয়ে এই বিষাক্ত জিএমও ফসলের প্রসার ঘটানো চেষ্টা করা হচ্ছে। এতে কৃষক শুধু নিজস্ব বীজ হারাবে তাই নয় ত্রতে মাটির উর্বরতা ধ্বংস করবে। তাঁরা আরো বলেন যে জমিতে জিএও ফসল উৎপাদন করা হয় সেখানে পরে অন্য ফসল উৎপাদন করা অসম্ভব হয়ে উঠে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT