জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত - ajkerparibartan.com
জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

3:19 pm , February 27, 2019

নিজস্ব প্রতিবেদক \ বরিশাল জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা দেড়টায় আইনজীবীসমিতির মূল ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় আইনজীবী সমিতির সদস্যদের কাছে গত ১ বছরের আয়ব্যয়ের হিসাব তুলে ধরেন বর্তমান কার্যর্নিবাহী কমিটি। সমিতির সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ সাজু’র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জজশীপের পিপি গিয়াস উদ্দিন কাবুল, জিপি ঈসমাইল হোসেন নেগাবান, সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল, সাবেক সংসদ সদস্য টিপু সুলতান, কেবিএস আহম্মেদ কবির, আনিছ উদ্দিন আহমেদ শহীদ, দিলিপ কুমার ঘোষ, একেএম জাহাঙ্গির, সাবেক সাধারন সম্পাদক নাজিম উদ্দিন আহমেদ পান্না, কাজী মনির, আলী হায়দার বাবুল, সাধারন সম্পাদক সাদিকুর রহমান লিংকন, নব নির্বাচিত সাধারন সম্পাদক ফিরোজ মাহমুদ খান প্রমুখ। সভা শেষে আগামী ৪ মার্চ নব নির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহন করবে বলেও জানানো হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT