3:19 pm , February 24, 2019
বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামের মৃত হাজী নূর হোসেন মৃধা ছেলে রুহুল আমিন এক পুলিশ কর্মকর্তাকে ফাঁসাতে মিথ্যা সংবাদ সম্মেলন করেছেন। একটি সত্য ঘটনাকে ধামা চাপা দিতে মিথ্যা ও বানোয়াট নাটক সাজিয়ে বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটে এ মিথ্যা সংবাদ সম্মেলন করেছেন তিনি। জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি (বুধবার) রাত সাড়ে ১০ দিকে তার পাদ্রীশিবপুর মার্কেটের দোতালা থেকে তার ছেলে আলআমিন @ রনিকে মাদক সেবনকালে সরঞ্জাম ও ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে বাকেরগঞ্জ থানা নিয়ে আসে এএসআই সজল। পরে তাকে ছাড়াতে বিভিন্ন তৎবির আসলে তিনি রাজি না হলে একটি কুচক্রি মহল এএসআই সজলকে ফাঁসাতে রুহুল আমিনকে দিয়ে একটি মিথ্যা সংবাদ সম্মেলন করিয়ে বিভিন্ন স্থানীয় পত্রিকায় প্রকাশ করিয়েছে। এ বিষয়ে রুহুল আমিন মৃধা বলেন, আমার ছেলে রনি দীর্ঘদিন যাবৎ মাদকসক্তে আসক্ত। সে তার বন্ধুদের বাসায় নিয়ে এসে মাদক সেবন করে। এএসআই সজল গোপন সংবাদের ভিত্তেতে আমার ছেলে রনিকে মাদক সেবনকালে হাতে নাতে গ্রেফতার করে। এএসআই সজল আমার কাছে কোন চাঁদা দাবী করেনি। মুলত কিছু সাংবাদিক ভাইয়েরা আমাকে ভূল বুঝিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে একটি মিথ্যা সংবাদ সম্মেলন বিভিন্ন পত্রিকায় প্রকাশ করিয়েছে। যা সম্পূর্ণ অসত্য, মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিত, যা আদৌ সত্য নয়। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু কতিপয় ব্যক্তি তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে বাকেরগঞ্জ থানার এএসআই সজল এবং থানার ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য এ ধরণের সংবাদ প্রকাশ করার বিষয়টি দুঃখ জনক ও হৃদয়বিদারক। উল্লেখ্য এ মিথ্যা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে রুহুল আমিন গত ২৪ ফেব্রুয়ারি (রবিবার) বিকেল ৪টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাকেরগঞ্জ কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে লিখিত আকারে পাঠ করেন।