নগরীতে অনুমোদন পেয়েছে ৬৫১ গাড়ি নগরীতে অনুমোদন পেয়েছে ৬৫১ গাড়ি - ajkerparibartan.com
নগরীতে অনুমোদন পেয়েছে ৬৫১ গাড়ি

3:18 pm , February 24, 2019

মর্তুজা জুয়েল ॥ নগরীতে চলাচলের জন্য ৬৫১ টি থ্রি হুইলার গাড়ির অনুমোদন দেয়া হয়েছে। গতকাল নগর আঞ্চলিক পরিবহন কমিটির সভায় এ সকল গাড়ি চলাচলের অনুমোদন দেওয়া হয়। নগরীর তালহা মটরস এবং তাদের মালিকানাধীন হাজী ফিলিং ২৫০টি করে ৫০০ টি গাড়ি সরবরাহ করবে। এছাড়া ইফাত মোটরস ১০০ গাড়ি এবং অন্য একটি প্রতিষ্ঠান ৫০ টি গাড়ি সরবরাহ করবে। এছাড়া একজন ব্যক্তিকে একটি গাড়ির অনুমোদন দেওয়া হয়েছে। পেছনে ৩ জন যাত্রী এবং সামনে শুধুমাত্র চালকের জন্য ১ আসন বিশিষ্ট এ গাড়িতে মোট চালকসহ ৪ জন বসতে পারবে। একটি গাড়ির আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত। ভারত থেকে আমদানিকৃত বাজাজ কোম্পানির এ গাড়ি গুলো ইতিমধ্যে প্রস্তুত রয়েছে বলে জানা গেছে। শব্দ দূষণ না হওয়া ও পরিবেশ বান্ধব বলে উল্লেখ করে এ গাড়িগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে। তবে এ গাড়ির জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হবে তা পরিষ্কার করে বলতে পারেনি নিবন্ধন দেওয়া প্রতিষ্ঠান বিআরটিএ কতৃপক্ষ। এলএনজি (লিকুইড ন্যাচারাল গ্যাস) এবং এলপিজি (লিকুইড পেট্রোলিয়াম গ্যাস) ব্যবহার করার কথা জানান, মেট্রো আঞ্চলিক পরিবহন কমিটির সদস্য সচিব ও বিআরটিএর উপ-পরিচালক মোঃ মহসিন । তিনি জানান মূলত এই গাড়িগুলোতে কোন জ্বালানি ব্যবহার করা হবে তা মিটিং-এ পরিষ্কার হয়নি। এ বিষয় নিয়ে আজ কমিটির সভাপতি ও মহানগর পুলিশ কমিশনার মোশারফ হোসেন এর সাথে আমি আলোচনা করব ।
মহানগরের উপ-পুলিশ কমিশনার( ট্রাফিক) মোহাম্মদ খায়রুল হাসান জানান, অনুমোদিত গাড়িগুলো ১৫০ সিসির। পরিবেশ বান্ধব এবং শব্দ দূষণ মুক্ত হওয়ায় এ গাড়ি গুলোকে অনুমোদন দেওয়া হয়েছে। অপরদিকে মিটিংয়ে অতিরিক্ত শব্দ দূষণ যুক্ত মাহিন্দ্রা আলফা গাড়ি মূল শহর থেকে পর্যায়ক্রমে শহরতলী এলাকায় সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। এছাড়া সিটি কর্পোরেশনের অনুমোদিত অটোরিক্শা গুলোকে নির্দিষ্ট রং করে সনাক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, নগরীতে যাতে শব্দ দূষণ না হয় এ ধরনের যানবাহন চলাচলের অনুমতি দেওয়া এবং যে সকল যানবাহন এর কারণে শব্দ দূষণ হচ্ছে তা ধীরে ধীরে সরিয়ে নেয়ার কথা বলেন। এছাড়া যাতে কোন গরীব ব্যক্তি হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। বেলা সাড়ে ১১টায় পুলিশ কমিশনারের কার্যালয়ে অুনষ্ঠিত সভায় সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, নগর আঞ্চলিক পরিবহন কমিটির সভাপতি ও মহানগর পুলিশ কমিশনার মোঃ মোশাররফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. খাইরুল আলম, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খাইরুল হাসান, বিআরটিএর উপ-পরিচালক ও মেট্রো আঞ্চলিক পরিবহন কমিটির সদস্য সচিব মোঃ মহসিন, কমিটির সদস্য মাহবুব মোর্শেদ শামীম, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, বাস মালিক মোঃ আফতাব হোসেন সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে বর্তমানে বিআরটিএ’র হিসেব অনুযায়ী ২০১০ সালের ৪ সেপ্টেম্বর থেকে মহানগর এলাকার এর জন্য মোট ১ হাজার ৯৩৯ টি এবং ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত জেলার জন্য ৪০০টি থ্রি হুইলার গাড়ি অনুমোদন দেয়ার কথা বলা হচ্ছে। মেট্রো এবং জেলার আরটিসি কমিটি এসকল গাড়ি অনুমোদন দিয়েছে বলে বিআরটিএ দাবী করলেও অপর একটি তথ্যে দেখা গেছে জেলায় অনুমোদন দেয়া গাড়ির পরিমান আরো অনেক বেশী। হঠাৎ করে সংখ্যা কমিয়ে কোন কৌশলী অবস্থান নিয়েছে বিআরটিএ, এমনটি ধারনা করা হচ্ছে বিভিন্ন মহলে। এরই মধ্যে একসঙ্গে মহানগরীর জন্য ৬৫১টি গাড়ির অনুমোদন দেয়া হলো। এরপূর্বে সিটি কর্পোরেশন অনুমোদিত ২ হাজার ৬১০ টি অটোরিকশা চলাচল করছে। এদিকে বিআরটিএর উপ-পরিচালক মো. মহসিন জানান, নগরীর সদর রোডসহ সর্বত্র হলুদ অটো রিক্সা চলাচলের সিদ্বান্ত নেয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT