3:05 pm , February 23, 2019
চরফ্যাসন প্রতিবেদক\ কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে চরফ্যাসন নিউজ ২৪ এর ২য় বর্ষপূতি উদ্যাপন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় চরফ্যাসন প্রেসক্লাব মিলনায়াতন কক্ষে বর্ষপূতি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চরফ্যাসন নিউজ ২৪ এর সম্পাদক ও পেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নিউজ পোর্টাল চরফ্যাসন নিউজ ২৪ এর নির্বাহী সম্পাদকও চরফ্যাসন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মনির আহমেদ শুভ্র, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, প্রেসক্লাব সহসভাপতি শহিদুল ইসলাম দুলাল, ব্যবস্থাপনা সম্পাদক আবু ছিদ্দিক, বার্তা সম্পাদক ইয়াছিন আরাফাত প্রমুখ । এছাড়াও বিভিন্ন জেলা উপজেলা প্রতিনিধিরাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় প্রতিনিধিদের হাতে বর্ষপূতি উপলক্ষে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।