বাবার হত্যাকারীদের গ্রেপ্তার দাবীতে মেয়ের সংবাদ সম্মেলন বাবার হত্যাকারীদের গ্রেপ্তার দাবীতে মেয়ের সংবাদ সম্মেলন - ajkerparibartan.com
বাবার হত্যাকারীদের গ্রেপ্তার দাবীতে মেয়ের সংবাদ সম্মেলন

3:03 pm , February 23, 2019

নিজস্ব প্রতিবেদক \ নগরীতে সরকারি দুগ্ধ ও গবাদী পশু উন্নয়ন খামারের কর্মচারী দুলাল সিকদারের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবী জানিয়েছেন তার মেয়ে দোলা সিকদার। গতকাল শনিবার শনিবার বেলা সাড়ে ১১টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবী জানান তিনি। লিখিত বক্তব্যে দোলা সিকদার বলেন, গত বছর ২২ নভেম্বর জমি সংক্রান্ত বিরোধে আমার বাবাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে জমির দালাল ও সন্ত্রাসীরা। এই ঘটনায় সুষ্ঠু বিচারের দাবীতে আমরা একটি হত্যা মামলাও দায়ের করেছি। কিন্তু দুঃখের বিষয় হলো ঘটনার তিন মাস অতিবাহিত হলেও পুলিশ আমার বাবার হত্যাকারী কোন আসামীকেই গ্রেপ্তার করতে পারেনি। অথচ অনেক আসামিই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমাদের নানা ভাবে হুমকি দিচ্ছে। তিনি বলেন, মামলা নিয়ে আমরা পুলিশের সহযোগিতা পাচ্ছি না। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে তারা এখন পর্যন্ত কোন আসামীকে জিজ্ঞাসাবাদও করেনি। পুলিশের নিরবতাকে রহস্যজনক উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন নিহতের কণ্যা দোলা।তিনি বলেন, কয়েকজন আসামী উচ্চ আদালত থেকে জামিনে রয়েছে। কয়েকজন নি¤œ আদালতে জামিন নিতে গেলে বিচারক তাদের জেলে প্রেরন করেন। যারা জামিনে রয়েছে তারা আমাকে ও আমার আমার পরিবারের সদস্যদের ভয় দেখাচ্ছে। মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। যে কারনে মামলার বাদী রহিমা আক্তার সহ আমরা স্ব পরিবার অজানা শংকায় রয়েছি। তাই বাবা দুলাল সিকদারের হত্যাকারী ও পালাতক আসামীদের দ্রæত গ্রেপ্তার করে দুষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন নিহতের কণ্যা দোলা সিকদার। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে নিহতের স্ত্রী ও হত্যা মামলার বাদী রহিমা আক্তার, ছেলে নোভেল সিকদার, ভাতিজা রাকিব হাসান সিকদার ও ভাতিজি তাহিয়া সিকদার উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT