3:40 pm , February 22, 2019
নিজস্ব প্রতিবেদক \ তুচ্ছ ঘটনার জেরধরে চতুর্থ শ্রেনীর ছাত্র সৌরভ মন্ডলকে (১১) বিবস্ত্র করে অমানুষিক নির্যাতন করেছে স্থানীয় কতিপয় প্রভাবশালী। গত আটদিন ধরে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে সৌরভ। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সৌরভ মন্ডল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের প্রত্যন্ত মাগুরা গ্রামের দিনমজুর কার্তিক মন্ডলের পুত্র। জানা গেছে, সেচপাম্প মেশিনের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে ওই গ্রামের প্রভাবশালী বেল্লাল মোল্লা ও ফারুক হাওলাদার সৌরভ মন্ডলকে বিবস্ত্র করে অমানুষিক নির্যাতন করে। একপর্যায়ে নির্যাতিত সৌরভকে ধাক্কা মেরে পানির মধ্যে ফেলে দেয়া হয়। খবর পেয়ে বাড়ির লোকজনে মুমূর্ষ অবস্থায় সৌরভকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে নির্যাতিত সৌরভকে কলাবাগান কিডনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে না পেরে সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে নির্যাতিত শিশু সৌরভ মন্ডল। এ ব্যাপারে গৌরনদী মডেল থানার এসআই মোঃ সগীর হোসেন জানান, রাতেই ঘটনার তদন্তের জন্য মাগুরা এলাকায় গিয়ে অভিযোগের সত্যতা মিলেছে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযানের সময় অভিযুক্তদের সহযোগিরা পুলিশের তিনটি মোটরসাইকেল অকেজো করেছে। তিনি আরও জানান, আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।