3:39 pm , February 22, 2019
-পলাশ রায়
পৃথিবীর মুখ দেখা হয়নি আর
মায়ের শরীরে অনাগত শিশুর কঙ্কাল
পিতাও তার একই শ্মশানেই, সহমরণ
ভালোবেসে সবখানি মধু
প্রতিক্ষায় প্রহররত বধূ
এখন ঘুমিয়ে পড়েছে সেও
জাগিবেনা কোন দিন আর…
শেষ বয়সের আদুরে শিশু পুত্রটি তার
বিরিয়ানির বায়না ধরবে না আর!
মা-বাবা-সন্তান, স্বামী কিংবা স্ত্রী-স্বজন
পোড়া মুখগুলো চিরকাল স্মৃতির দহন!
আগুণের লেলিহান শিখা শান্ত হয়েছে কাল
পড়ে আছে ছাঁইয়ের স্তুপে পোড়া কঙ্কাল
জনপদ জুড়ে যেন হিরোশিমা-নাগাসাকি!
মানুষের ভুলে, অপরাধে কিংবা দায়িত্বের অবিচারে
হে ঈশ্বর, এ কেমন প্রতিশোধ?
এ কেমন বিচার আপনার!