চিকিৎসা শেষে বাড়ি ফিরে গৃহবধুর মৃত্যু চিকিৎসা শেষে বাড়ি ফিরে গৃহবধুর মৃত্যু - ajkerparibartan.com
চিকিৎসা শেষে বাড়ি ফিরে গৃহবধুর মৃত্যু

3:39 pm , February 22, 2019

নিজস্ব প্রতিবেদক \ বিষপান করে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন জেলার আগৈলঝাড়া উপজেলার বাহাদুপুর গ্রামের অমল বাড়ৈর স্ত্রী দুই সন্তারে জননী মালতী রানী বাড়ৈ (২৭)। দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরে বৃহস্পতিবার রাতে মারা গেছেন ওই গৃহবধু। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে মর্গে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা গেছে, গত ৬ ফেব্রæয়ারী দুপুরে মালতী রানী বিষপান করলে তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। গত ২০ ফেব্রæয়ারী মালতীকে বাড়িতে নিয়ে আসার পর বৃহস্পতিবার দিবাগত রাতে সে মারা যায়।

থানার ওসি (তদন্ত) নকিব আকরাম বলেন, খবর পেয়ে এসআই দেলোয়ার হোসেন মালতী রানীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT