উজিরপুরে বাস চাপায় দুই কলেজ ছাত্র নিহত উজিরপুরে বাস চাপায় দুই কলেজ ছাত্র নিহত - ajkerparibartan.com
উজিরপুরে বাস চাপায় দুই কলেজ ছাত্র নিহত

3:36 pm , February 22, 2019

উজিরপুর প্রতিবেদক \ মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে কুয়াকাটায় উদ্দেশ্যে যাত্রা করা ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের বামরাইল যাত্রীবাহি বাসের চাঁপায় দুই ছাত্র নিহত হয়। নিহতরা হলো-জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরচতুর্থ বর্ষের ছাত্র নাজমুল হাসান অপু (২৫) ও ঢাকা কলেজের পলিটিক্যাল সাইন্সের চতুর্থ বর্ষের ছাত্র মোঃ মহসিন (২৪)। বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ আতিয়ার রহমান বলেন, ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩০ জন ছাত্র ভ্রমণের উদ্দেশ্যে টিভিএস (আরটিআর) কোম্পানীর ১৬টি মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে ঢাকার জুরাইন থেকে বুধবার রাতে কুয়াকাটার উদ্দেশ্যে রওয়ানা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে মোটরসাইকেল শোভাযাত্রাটি দুর্ঘটনাস্থল অতিক্রম করছিলো। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা বরিশাল থেকে মাওয়াগামী বিএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-০২-০৩৯৫) শোভাযাত্রার একটি মোটরসাইকেলকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই নাজমুল হাসান অপু নিহত এবং মোঃ মহসিন গুরুতর আহত হয়। পরে মুমূর্ষ অবস্থায় মহসিনকে শেবাচিম হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ঘাতক বিএমএফ পরিবহনের বাসটিকে আটক করেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT