3:34 pm , February 22, 2019

মর্তুজা জুয়েল \ বরিশাল সিটি কর্পোরেশনের বাসিন্দাদের নগর ভবনের সঙ্গে সরাসরি সংযুক্ত করতে উদ্বোধন করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির তথ্য বাতায়ন (ওয়েবসাইট)। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে এ তথ্য বাতায়নের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি। নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, দায়িত্ব গ্রহনের পরই এ তথ্য বাতায়ন তৈরী করার কাজ শুরু করা হয়। কাজটি সম্পন্ন হতে কিছুটা সময় লেগেছে। মেয়র জানান, যে কোন ব্যক্তি তার মোবাইলে তথ্য বাতায়নের অ্যাপস ডাউনলোডকরে সরাসরি সিটি কর্পোরেশনের সঙ্গে সংযুক্ত হতে পারবেন। সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট এবং নগরবাসীর প্রয়োজনীয় যে কোন বিষয় এ তথ্য বাতায়নের মাধ্যমে জানতে পারবে। পাশাপাশি নগরবাসী যে কোনো অভিযোগ বা পরামর্শও প্রদান করতে পারবেন ।
এ সময় নগরীর বহুল আলোচিত খাল রক্ষা প্রকল্প সম্পর্কে সিটি মেয়র বলেন, পূর্বে ১৫০ থেকে ২০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। কিন্তু ৪৬ টি খাল রক্ষায় এ টাকা খুবই অপ্রতুল। বর্তমানে আমরা মাস্টার প্ল্যাান পরিকল্পনা করে প্রকল্প পাঠিয়েছি। অনুমোদন হলেই নগরীর ৪৬ টি খাল রক্ষায় কাজ শুরু করব। বরিশাল সদর আসনের সংসদ সদস্য এখন পানি সম্পদ প্রতিমন্ত্রী। আমি এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী দুজনে মিলে যদি নগরীর খাল উদ্ধার করতে না পারি তাহলে এটা অন্য কেউ পারবেনা। নগর ভবনের চলমান কর্মকান্ড সম্পর্কে মেয়র বলেন, পূর্বে যারা দায়িত্ব পালন করেছেন তারা ঠিকাদারদের অগ্রিম চেক দিয়ে রাখতেন। কিন্তু একাউন্টে টাকা থাকত না। কিন্তু আমি এসে এক টাকার অগ্রিম চেক দিচ্ছিনা। যে টাকার চেক দেওয়া হচ্ছে সে পরিমাণ টাকা ব্যাংকে রয়েছে। জনগণ আমাকে যে দায়িত্ব দিয়েছে তা পালনে আমি প্রতিশ্রæতিবদ্ধ । আমি সার্বক্ষণিক অফিসে উপস্থিত না থাকলেও ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত এবং ঘুম থেকে ওঠার পরে নগরবাসীর ভাবনা আমার মাথায় থাকে। পূর্বে ৫০ লাখ টাকার টেন্ডার দিয়ে ড্রেন পরিষ্কার করা হতো। এখন আমরা নিজেরাই ড্রেন পরিস্কার করছি। আমি ৩৫০ কোটি টাকা দেনা নিয়ে কাজ শুরু করেছি। নগরীর প্রতিটি জনগণের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে এটা আমি সব সময় অনুভব করি । উদ্বোধক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেন, নির্বাচনের পূর্বে আমি এবং সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ নগরবাসীকে যে প্রতিশ্রæতি দিয়েছিলাম তা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের প্রতিশ্রæতি ছিল বরিশালকে একটি আধুনিক শহরে রূপান্তরিত করা। আজকে তথ্য বাতায়ন উদ্বোধন তারই একটি ধারাবাহিকতা। এ তথ্য বাতায়নের মাধ্যমে সকলেই অবাধে তথ্য জানতে পারবেন। এলাকার জনগণকে ডিজিটাল প্রযুক্তির সুফল জানাতে হবে। বর্তমানে চীন এবং ভারতের পরেই নতুন প্রযুক্তির চিন্তা ধারায় বাংলাদেশ এগিয়ে রয়েছে। আমাদের সঠিকভাবে প্রযুক্তির ব্যবহার করতে হবে। পাশাপাশি প্রযুক্তির অপব্যবহার যাতে না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। প্রতিমন্ত্রী বলেন, আমি মেয়রের সঙ্গে আলোচনা করেছি যাতে একটি অভিযোগ বাক্স রাখা হয়। যার যে কোনো সমস্যা যাতে সরাসরি মেয়রকে অবহিত করা যায়। বর্তমান সরকার তথ্য প্রযুক্তিকে গুরুত্ব দিচ্ছে। যার কাছে যাত তত বেশি তথ্য থাকে তিনি তত শক্তিশালী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করে চলেছেন। এজন্য তার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ ধরনের তথ্য বাতায়ন কার্যক্রম সজীব ওয়াজেদ জয়ের ধারণা থেকেই এসেছে।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন , চলতি অর্থবছরে পাঁচ হাজার ৮০০ কোটি টাকা পানি সম্পদ মন্ত্রণালয়কে বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু প্রয়োজনের তুলনায় এ বরাদ্দ একেবারেই কম। খুব গুরুত্বপূর্ণ স্থানে আমরা এসব বরাদ্দ দিয়ে প্রাথমিক ভাঙ্গন প্রতিরোধ কার্যক্রম করছি। পরবর্তীতে আমাদের প্রকৌশলীরা পরিকল্পনা নিয়ে স্থায়ীভাবে নদী ভাঙ্গন রোধে প্রকল্প বাস্তবায়ন করার চেষ্টা করছেন। সিটি কর্পোরেশন এর তথ্য বাতায়ন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত বুয়েট প্রকৌশলী সুজয় দাস তথ্য বাতায়ন সম্পর্কে সকলকে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশেন প্রদান করেন। এতে দেখা যায় সিটি কর্পোরেশনের মেয়র, সকল কর্মকর্তা, কাউন্সিলরদের ছবি সহ মোবাইল নম্বর রয়েছে। সিটি কর্পোরেশনের প্রতিদিনের নোটিশ, আদেশ ও প্রজ্ঞাপন এর সর্বশেষ খবর প্রতিদিন সন্নিবেশিত করা হবে। এছাড়াও অনুমোদিত চলমান প্রকল্পের অগ্রগতি সম্পর্কে তথ্য দেয়া থাকবে। সিটি কর্পোরেশনের সাংগঠনিক কাঠামো, সিটিজেন চার্টার এ তথ্য বাতায়নে দেয়া রয়েছে। প্রতিনিয়ত ওয়েবসাইটি সন্নিবেশন করা হবে বলে জানানো হয়। এছাড়াও প্রতিবন্ধীদের জন্য ওয়েবসাইট এর যে কোন লিংকে লেখার পাশাপাশি ওই লেখাটির ভয়েস দেয়া থাকবে। এছাড়াও যে কোনো শিশু ওয়েবসাইটটি সহজে যাতে বুঝতে পারে এজন্য এটা শিশুবান্ধব করে তৈরী করা হয়েছে। সিটি কর্পোরেশনের মেয়রের উন্নয়ন ভাবনা, ওয়ার্ড ভিত্তিক কর্মপরিকল্পনা, ছবি গ্যালারী, সাংগঠনিক কাঠামো, সিটিজেন চার্টার অভিযোগ ও পরামর্শ প্রধানের বিষয়টি সন্নিবেশিত করা হয়েছে ।
এ বিষয়ে মেয়র সকলকে জানান, যে কোন অভিযোগ একমাত্র মেয়র নিজেই দেখতে পারবেন। অন্য কোনো ব্যক্তির এটা দেখার সুযোগ নেই। ফলে যে কেউ নগরীর যে কোন দূর্নীতি-অনিয়ম সম্পর্কে সরাসরি মেয়রকে এ তথ্য বাতায়নের মাধ্যমে অবহিত করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রান নির্বাহী কর্মকর্তা খাইরুল হাসান, উপ-পুলিশ কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, সিটি কর্পোরেশনের সচিব মো. ইসরাইল হোসেন, মহানগর আওয়ামী লীগের নেতা মাহমুদুল হক মামুন, মহানগর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল, কাউন্সিলর একেএম মুরতজা আবেদীন, আনিছুর রহমান দুলাল, বরিশাল ল” কলেজের সাবেক ভিপি ও কাউন্সিলর এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং দৈনিক কীর্তনখোলার প্রকাশক কাজী মিরাজ মাহমুদ,দৈনিক প্রথম সকল পত্রিকার সম্পাদক কাজী আল মামুন, দৈনিক ভোরের আলো পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরন, এটিএন বাংলার বরিশাল প্রতিনিধি হুমায়ন কবির সহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।