আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন - ajkerparibartan.com
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন

3:30 pm , February 22, 2019

নিজস্ব প্রতিবেদক \ নানা আয়োজন ও কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস। দিবসটি উপলক্ষে ও ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছিলো। প্রথম প্রহরে একসঙ্গে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পাবর্ত্য শান্তিচুক্তি বিষয়ক কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি, মো. শাহ আলম তালুকদার এমপি এবং বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। পরে একে একে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাস, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোশারফ হোসেন, ডিআইজি মো. শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসক এস.এম অজিয়ার রহমান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান মুহাম্মদ ইউনুসসহ কর্মকর্তাবৃন্দ, ৩০টি ওয়ার্ডের কাউন্সিলবৃন্দ, বিএম কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ, জোনাল সেটেলমেন্ট অফিস, আর্মড পুলিশ ব্যাটেলিয়ন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামীলীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলালসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান। এদিকে বৃহস্পতিবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে হাজার হাজার লোকের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। সকাল সাড়ে ৯টায় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে মহানগর বিএনপি শহীদ মিনারে পূস্পার্ঘ অর্পণ করেন। বরিশাল বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এস.এম ইমামুল হকের নেতৃত্বে সকাল ৯টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পূস্পার্ঘ অর্পন করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বরিশালের বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে নানা কর্মসূচী পালন করছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT