3:21 pm , February 20, 2019
বোরহানউদ্দিন প্রতিবেদক \ বোরহানউদ্দিন উপজেলার ১৩ নং মানিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিলের নির্বাচন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে স্কুল ভবনে ৩য়,৪র্থ ও পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের স্টুডেন্ট কাউন্সিলের নির্বাচন হয়। নির্বাচনে ৩ টি কক্ষের ২৯৩ জন ভোটার, যাহার প্রার্থী হিসেবে চতুর্থ শ্রেণির মেহেবুবা পারভিন মৌটুসি সহ ২০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করেন। তাদের মধ্যে ৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তৃতীয় শেণির মাহামুদা তাহসিন। এসময় নির্বাচন পরিচালনা করেন স্কুলের প্রধান শিক্ষক নিলীমা হালদারসহ সহকারী শিক্ষক মোঃ কবির ও তার সহকারীরা। নির্বাচন চলাকালীন ছাত্র-ছাত্রীদের অভিবাবক বৃন্দ উপস্থিত ছিলেন।