শিশুদের বর্ণমালা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের বর্ণমালা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত - ajkerparibartan.com
শিশুদের বর্ণমালা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত

3:19 pm , February 20, 2019

নিজস্ব প্রতিবেদক \ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস ২১ ফেব্রæয়ারী উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে শিশুদের বর্ণমালা লিখন প্রতিযোগিতা হয়েছে। গতকাল বুধবার বিকালে অনুষ্ঠিতএ প্রতিযোগিতার আয়োজন করেছে কারক স্বজন। এসো রক্তে জেতা বর্ণমালা সুন্দর করে লিখি শ্লোগান নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন করে ভাষা সৈনিক ইউসুফ হোসেন কালু। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, সনাকের জেলা সভাপতি শাহ্ সাজেদা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুকুল দাস, শুভংকর চক্রবর্তী, খেয়ালী গ্রæপ থিয়েটারের সাবেক সাধারন সম্পাদক সিরাজুম মুনির টিটু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক নাট্যজন ব্যক্তি এ্যাড. বাপ্পি। বর্ণমালা লিখন প্রতিযোগিতায় নগরীর কয়েকশত শিশু অংশ গ্রহন করে। প্রতিযোগীতা শেষে প্রতিযোগিদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT