3:44 pm , February 18, 2019
নিজস্ব প্রতিবেদক \ মাদক বিক্রয়ের অপরাধে গৌরনদীর এক মাদক ব্যবসায়িকে দুই বছরের কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও ২হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের দন্ড দেয়া হয়েছে। গতকাল সোমবার এ দন্ড দেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আমিনুল ইসলাম। দন্ডিত রাব্বি সিকদার রায় ঘোষনার সময় আদালতে উপস্থিত ছিলো। সে গৌরনদী পূর্ব সমরসিংহ গ্রামের বাসিন্দা হুমায়ুন সিকদারের ছেলে। আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১৫ জুলাই রাত সাড়ে ৮ টায় সমরসিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের মন্দিরের সামনে থেকে ৪০ পিস ইয়াবাসহ রাব্বিকে আটক করে গৌরনদী থানা পুলিশ। এ ঘটনায় ওই দিনই গৌরনদী থানার এসআই ফোরকান হাওলাদার বাদী হয়ে মামলা করে। একই বছরের ১৮ আগষ্ট আদালতে চার্জশীট জমা দেয় থানার অপর এসআই মেহেদি হাসান। মামলায় ১০ জনের মধ্যে ৯জনের সাক্ষ্য গ্রহন শেষে বিচারক ওই আদেশ দেন।