মাদক সম্রাট রাজার কারণে বিনাচিকিৎসায় মারা যাওয়া শিশু সন্তানের স্মৃতি আগলে আছেন মান্না পাহাড়ি দম্পত্তি মাদক সম্রাট রাজার কারণে বিনাচিকিৎসায় মারা যাওয়া শিশু সন্তানের স্মৃতি আগলে আছেন মান্না পাহাড়ি দম্পত্তি - ajkerparibartan.com
মাদক সম্রাট রাজার কারণে বিনাচিকিৎসায় মারা যাওয়া শিশু সন্তানের স্মৃতি আগলে আছেন মান্না পাহাড়ি দম্পত্তি

3:41 pm , February 18, 2019

নিজস্ব প্রতিবেদক \ গত বছর ১৮ই ফেব্রæয়ারী সন্ত্রাসীদের নির্মমতার শিকার সাপুড়ে মান্না পাহাড়ীর পারিবারিক জীবনে নেমে এসেছিল বিপর্যয়। ওই দিন বিনা চিকিৎসায় মারা যায় তার জমজ সন্তানের এক কন্যা নূরে জান্নাত। তখন তার বয়স ছিল মাত্র আট মাস। সন্ত্রাসী হামলায় পঙ্গুত্ব বরণ করার ছয় মাসের মাথায় শিশু কন্যা হারানোর শোক আজো কাটিয়ে উঠতে পারেনি মান্না দম্পত্তি। তার স্মৃতি বুকে জড়িয়ে আজো নির্বাক চোখের পানি ঝড়ছে মান্না ও তার স্ত্রী কাজলের। এভাবেই কেটে গেছে নূরে জান্নাতের মৃত্যুর একটি বছর। গতকাল সোমবার ছিল নূরে জান্নাতকে হারানোর দিন। এ দিনটিতে নূরে জান্নাতের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মান্না পাহারী বলেন, তাকে যখন কুপিয়ে জখম করা হয় তখন তার জন্ম নেয়া দুটি জমজ কন্যা সন্তানের বয়স ছিলো মাত্র ১২ দিন। জন্মের পরে বিভিন্ন রোগে আক্রান্ত হয় জমজ কন্যারা। সন্তান জন্ম দিয়ে অসুস্থ হয়ে পড়েন তাদের মা কাজল বেগম। কিন্তু চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে স্ত্রী কিংবা দুই কন্যার কারোর চিকিৎসা করানো সম্ভব হয়নি। তাছাড়া দীর্ঘদিন ধরেই জমজ ছোট কন্যাটির শারীরিক সমস্যা ছিল। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল কিন্তু অর্থাভাবে চিকিৎসা না করিয়ে বাসায় নিয়ে আসা হয়। শেষ পর্যন্ত বিনা চিকিৎসায় ৮ মাসের জমজ কন্যা সন্তানটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
মান্না পাহাড়ী জানান, জিয়া সড়কের বাসিন্দা ও ২২নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি এবং পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী তরিকুল ইসলাম রাজা সাপের বাক্সে কক্সবাজার থেকে ইয়াবার চালান আনার জন্য বলে। ইয়াবার ব্যবসা করে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্নও দেখায় রাজা। এতে রাজি না হওয়ায় রাজা হুমকি দেয় মান্নাকে। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করে মান্না। এজন্য বিসিসি’র ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত কাউন্সিলর ইসরাত আমান রূপা রাজাকে মোবাইলে হুমকি দেয়। যার ধারনকৃত অডিও রেকডিং ফাঁস করে দেয় সে। এতে ক্ষিপ্ত হন রূপা ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসী রাজা বাহিনী। এর ধারাবাহিকতায় গত বছর ১৯ জুলাই জিয়া সড়কে সাপুরে মান্না পাহাড়ীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে সন্ত্রাসী রাজা বাহিনী। এই ঘটনায় দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয় মান্না পাহাড়ীকে। তাছাড়া এই ঘটনায় মান্নার স্ত্রী কাজল বেগম বাদি হয়ে রূপা ও রাজাসহ কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেন। এমনকি গত ১৩ নভেম্বর আদালতে উপস্থাপনের জন্য সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এর কাছে চার্জশীট জমা দেন কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম। মামলাটি বর্তমানে স্বাক্ষগ্রহন পর্যায়ে রয়েছে। মান্না পাহারীর অভিযোগ, আসামীরা জামিনে এসে একের পর এক হুমকি দিচ্ছে। এজন্য তাদের ভয়ে গত ডিসেম্বরে জিয়া সড়কের বাসা ছেড়ে দিয়ে পলাশপুর বউ বাজার এলাকায় বাসা ভাড়া নেন। সেখানেও টিকতে পারেননি। গত ৯ ফেব্রæয়ারী স্ত্রী ও সন্তানদের নিয়ে সেখান থেকেও চলে যেতে হয়েছে বাধ্য হয়েছেন মান্না পাহারী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT