পটুয়াখালীতে বাস উল্টে মালিক নিহত \ আহত-৩৫ পটুয়াখালীতে বাস উল্টে মালিক নিহত \ আহত-৩৫ - ajkerparibartan.com
পটুয়াখালীতে বাস উল্টে মালিক নিহত \ আহত-৩৫

3:39 pm , February 18, 2019

একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার বাবার অবস্থাও গুরুতর। পুলিশ ও আহতরা জানায়, বাসটি সকাল সাড়ে ৭টায় অর্ধশত যাত্রী নিয়ে গলাচিপা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথিমধ্যে পটুয়াখালী বাস টার্মিনাল সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই বাস মালিক ও সুপার ভাইজার আনন্দ মারা যায়। আহত হয় শিশু, নারী স্কুল শিক্ষার্থীসহ অন্তত ৩৫ জন আহত হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের লোকজন এসে বাসটি উদ্ধার করে। আহতরা হলেন, গলাচিপা মডেল সরকারী মডেল বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী অরজিতা (১০), আল রিমা(১০), ছোয়া মনি (১০), অরিফা (১০), তুর্ন (১০) ¯েœহ া(১০) অর্না (১০) বুশরা (১০) প্রিয়ন্তি (১০) রোদেলি ও জয়ন্ত। অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুল জলিল, নুসরাত জাহান আনা এবং আবুল কাশেম, চার বছরের শিশু আব্দুলাহ ও তার বাবা মঞ্জুরুল রাঢ়ী, রোসনে আলী (৬০), আল আমিন মল্লিক (২৫), রশিদ মৃধা (৬৫), দুলাল মল্লিক (৪৪), কাদের মোল্লা (৭৫) ও শাহ আলম চৌকিদার (৪০), সাহিদা বেগম, কাদের মাতবর, হেলাল, রওসন আলী,নাসরিন বেগম, তাহসীনসহ ৩৫ জন।নিজস্ব প্রতিবেদক \ পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে উল্টে বাস চালক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে স্কুল শিক্ষার্থী ও শিশু সহ অন্তত ৩৫ যাত্রী। তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে পটুয়াখালী বাস স্ট্যান্ড সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত বাস চালকের নাম আনন্দ। তিনি খান ক্লাসিক পরিবহন (ঢাকা মেট্রো-জ-০৪-০৭৯১) নামক বাসের চালক এবং মালিক। তার বাড়ি গলাচিপায়। তাছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত আব্দুল্লাহ নামের এক শিশুর অবস্থা আশংকাজনক। সড়ক দুর্ঘটনায় তার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT