3:40 pm , February 17, 2019

তরিকুল ইসলাম, পিরোজপুর \ স্বরূপকাঠি থেকে বৃটিশ আমলের একটি সীমানা পিলারসহ পাঁচজনকে গেফতার করেছে পুলিশ। শনিবার রাতে পরিচালিত অভিযানে গ্রেফতারকৃতরা হলো উপজেলার বিশাল গ্রামের জামাল ফকির, গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার হরিবাহাটি গ্রামের মাহাবুব আলম, নাজিরপুর উপজেলার রঘুরাথপুর গ্রামের একলাছুর রহমান ও জাহিদুল ইসলাম, পিরোজপুর সদর উপজেলার খুমুরিয়া গ্রামের রাসেল খান সাইদ। নেছারাবাদ থানার ওসি কে এম তারিকুল ইসলাম জানান, ঐদিন রাতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার তাদেরকে পিরোজপুর কোর্টে পাঠানো হয়েছে । পুলিশ সুত্রে জানাগেছে,উপজেলার বিশাল গ্রামের জামাল ফকিরের বাড়িতে আসামীরা বৃটিশ আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর তৈরী ৩২ ইঞ্চি লম্বা ও ২৩ ইঞ্চি ব্যাসার্ধের বি-৩১ ও ১৮-১৮ সংকেত নম্বরের একটি সীমানা পিলার বিক্রির পায়তারা করে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নেছারাবাদ থানার এস আই দিলীপ কুমারের নেতৃত্বে একদল পুলিশ ঐ বাড়িতে অভিযান চালিয়ে সীমানা পিলারসহ আসামীদের গ্রেফতার করেন।