আগৈলঝাড়ায় বাল্য বিয়ে-মাদক-ভিক্ষুক মুক্ত সমাজ গড়তে মতবিনিময় আগৈলঝাড়ায় বাল্য বিয়ে-মাদক-ভিক্ষুক মুক্ত সমাজ গড়তে মতবিনিময় - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় বাল্য বিয়ে-মাদক-ভিক্ষুক মুক্ত সমাজ গড়তে মতবিনিময়

3:07 pm , February 16, 2019

আগৈলঝাড়া প্রতিবেদক \ বাল্য বিয়ে, মাদক প্রতিরোধ ও ভিক্ষুকমুক্ত সমাজ গঠনের ঐক্যবদ্ধ প্রয়াস গ্রহনের লক্ষ্যে শতভাগ কর আদায়ের বিষয়ে জনগনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাসের সভাপতিত্বে ফুল্লশ্রী গ্রামের ইতিহাস ও ঐতিহ্য সমুন্নত রাখার ঐক্যবদ্ধ প্রয়াস গ্রহনের মধ্য দিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় বক্তারা বাকাল ইউনিয়নের শতভাগ কর আদায়, বাল্য বিয়ে প্রতিরোধ, মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে মুক্তি দেয়া ও ভিক্ষুকমুক্ত সমাজ গঠনের সকলে ঐক্যবদ্ধ থেকে সামাজিক ব্যাধি দূর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, স্থানীয় সমাজ সেবক আব্দুর রব ফকির, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি কেএম আজাদ রহমান, সুন্দর আলী পাইক, আসাদ খলিফা, সাংবাদিক সবুজ মোল্লা, আলাউদ্দিন ফকির, মহিলা আওয়ামীলীগ নেত্রী আভা রানী মুখার্জী, বিউটি হক, উজ্জল লাহেরী, ইউপি সদস্য সোবহান মিয়া, ফারুক আকন, আনোয়ার ফকির, মো হারুন আর-রসিদ ফকির, সলেমান ফকিরসহ স্থানীয় সুধী সমাজের নেতৃবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT