পাথরঘাটায় মাদক চক্রের হুমকিতে সাংবাদিকের জিডি পাথরঘাটায় মাদক চক্রের হুমকিতে সাংবাদিকের জিডি - ajkerparibartan.com
পাথরঘাটায় মাদক চক্রের হুমকিতে সাংবাদিকের জিডি

3:43 pm , February 15, 2019

পাথরঘাটা প্রতিবেদক \ পাথরঘাটার সংবাদ প্রকাশ না করার জন্য মাদক চক্রের প্রাননাশের হুমকিতে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. জাফর ইকবাল থানায় জিডি করেছেন। মাদক চক্রের হোতা হলো- উপজেলার কাকচিড়া সাংগঠনিক থানা ছাত্রলীগের সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন তকদির। সে রায়হানপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড গোলবুনিয়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে। গত ১০ ফেব্রæয়ারী পাথরঘাটা থানায় করা জিডিতে জাফর ইকবাল উল্লেখ করেছেন, ৯ ফেব্রæয়ারি দিবাগত রাত ৮টা ১৩ মিনিটের সময় ০১৬১৮৪৫৬৬৬৫ নম্বর থেকে জাফর ইকবাল এর ব্যবহৃত ০১৭২৪৩২২৯৬৫ নম্বরে কল করে আব্দুল্লাহ আল মামুন তকদিরসহ অজ্ঞাত আরো ২/৩ জন ব্যক্তি খবর প্রকাশ না-করার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে। জাফর ইকবাল জানান, রায়হানপুর ইউনিয়নের লেমুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুইটি পরিত্যক্ত ভবনের দরজা, জানালা ও গ্রীল রাতের আঁধারে ভবন থেকে খুলে তকদিরসহ মাদক চক্র ওই বিদ্যালয়ের দপ্তরী-কাম নৈশ প্রহরী রতন শীলের সহযোগিতায় বিক্রি করেছে। বিদ্যালয় কর্তৃপক্ষসহ বিভিন্ন সূত্রে ঘটনার সত্যতা খুজে পেয়েছে সে। বিষয়টি জানতে পেরে তকদির মোবাইল ফোনে খবর প্রকাশ না-করার অনুরোধ করে। তারই ধারাবাহিকতায় ৯ ফেব্রæয়ারি শনিবার দিবাগত রাত ৮টা ১৩ মিনিটের সময় ০১৬১৮৪৫৬৬৬৫ নম্বর থেকে জাফর ইকবাল এর ব্যবহৃত ০১৭২৪৩২২৯৬৫ নম্বরে কল করে আব্দুল্লাহ আল মামুন তকদিরসহ অজ্ঞাত আরো ২/৩জন ব্যক্তি খবর প্রকাশ না-করার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে। খোঁজ নিয়ে জানা গেছে আব্দুল্লাহ আল মামুন তকদির ছাত্রলীগের নাম ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ ইয়াবাসহ মাদকের ব্যবসা করে আসলেও তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। সূত্র জানায় আব্দুল্লাহ আল মামুন তকদির এর বিরুদ্ধে একাধিক মামলা এবং একাধিক সাধারণ ডায়েরী থাকলেও অজ্ঞাত কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেনা প্রশাসান। এব্যাপারে উল্লেখিত বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা বলেন বিষয়টির ব্যাপারে নৈশ প্রহরী রতন শীলকে কারণদর্শানো নোটিশ দেওয়ার পরে সে লিখিত ভাবে জানিয়েছেন যে বিদ্যালয়ের মালা-মাল যারা বিক্রি করেছে তাদেরকে চিনতে পারলেও প্রাণের ভয়ে সে মুখ খুলতে পারছেন না। এব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফ সিকদার এর কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কঠর পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়ে বলেন আব্দুল্লাহ আল মামুন তকদির এর বিরুদ্ধে অনেক মামলা ও সাধারণ ডায়েরী আছে,আমরা বিষয়টি দেখব।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT