চরফ্যাসনে গৃহবধুর উপর হামলার অভিযোগ চরফ্যাসনে গৃহবধুর উপর হামলার অভিযোগ - ajkerparibartan.com
চরফ্যাসনে গৃহবধুর উপর হামলার অভিযোগ

3:42 pm , February 15, 2019

চরফ্যাসন প্রতিবেদক\ চরফ্যাসনের মাদ্রাজ ইউনিয়নের চরআফজাল গ্রামে গৃহবধুর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে গৃহবধুর বসত বাড়ির পাশেই এই হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন, ফরিদা (৪২) ও তার মেয়ে তানিয়া(২০)। গুরুতর আহত গৃহবধু ফরিদাকে চরফ্যাসন হাসপাতলে ভর্তি করা হয়েছে। মেয়ে তানিয়াকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পর বিকালেই এ ব্যাপারে আহত গৃহবধুর স্বামী তোফাজ্জল মাঝি বাদি হয়ে চরফ্যাসন থানায় অভিযোগ দায়ের করেছেন। হামলায় আহতরা মাদ্রাজ ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল মাঝির স্ত্রীও মেয়ে। হাসপাতালে চিকিৎসাধীন ফরিদা বেগম অভিযোগ করেন, প্রতিবেশি জসিম নিজের বাড়ির সৃজিত বাগানে গাছ কাটছিলেন। এসময় খতেজা বেগম বোনের ছেলে জসিমকে বাঁধা দেয়। এতে তাদের দুজন তর্কে জড়িয়ে পরেন। ওই সময় জসিম এসে আমাকে নিয়ে নালিশ করে। আমি খতেজা বেগমকে ঝগড়া না করার জন্য বাঁধা দিলে প্রতিবেশি খতেজা তার আতœীয় ইয়ানুর বেগম , নুর মোহাম্মদ ও তার স্ত্রী সায়েরা পুত্রবধু ও ছেলে রিপন আমার উপর হামলা করে মারধর করে। আমাকে বাঁচাতে এগিয়ে আসলে আমার বাড়িতে বেড়াতে আসা মেয়ে তানিয়াকে ও মারধর করে। স্থানীয়রা আমাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন। গৃহবধুর স্বামী তোফাজ্জল অভিযোগ করেন,আমার স্ত্রীর উপর হামলা করে মারধর করেছে।এবং আমার পরিবারের লোকজনকে ফাঁসাতে অন্তসত্তা ইয়ানুর হাসপাতালে ভর্তি করেছে। এবং তার গর্ভের সন্তান নষ্ট করে আমাদের বিরুদ্ধে মামালা করবে বলে হুমকি দিচ্ছে।
চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ ওসি মু.এনামূল হক বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্তে সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT