এ্যাড সাজু তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ বিজয় এ্যাড সাজু তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ বিজয় - ajkerparibartan.com
এ্যাড সাজু তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ বিজয়

3:38 pm , February 15, 2019

নিজস্ব প্রতিবেদক \ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে গত কয়েক বছরের মত এবারও জয়ের ধারা অব্যাহত রয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের। কমিটিতে সভাপতিসহ ১১টি পদের মধ্যে অর্থ সম্পাদক ছাড়া ১০টি পদেই নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছেন তারা। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। দুপুর ১টায় মধ্যাহ্ন ভোজের বিরতির পর দেড়টা থেকে অবিরাম ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। এই ভোটযুদ্ধে অংশগ্রহণ করে ক্ষমতাসীন আ’লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীরা। ১১ টি পদের বিপরীতে সভাপতি পদে ৩ জনসহ ২২ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। নির্বাচনে ৭৫৭ জন ভোটারের মধ্যে ৬৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ৭ টায় ভোট গণনা শুরু করে নির্বাচনকমিশন। এর প্রেক্ষিতে সকাল ৭ টায় নির্বাচনের চূড়ান্ত ফলাফর ঘোষণা করে সমিতির নির্বাচন কমিশনার মজিবর রহমান। কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সভাপতি পদে ৪১২ ভোটে পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত তিন বারের নির্বাচিত সৈয়দ ওবায়েদুল্লাহ সাজু, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপি সমর্থিত আবুল কালাম আজাদ (১) পেয়েছেন ২১৭ ভোট ও অপর প্রার্থী আলাউদ্দিন হাওলাদার পেয়েছেন ১২ ভোট। সহ সভাপতি পদে ৪০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খলিলুর রহমান, দ্বিতীয় হয়েছেন ৩৬৯ ভোট পেয়ে গৌরঙ্গ চন্দ্র শীল। এদের নিকটতম প্রতিদ্ব›দ্বীদের মধ্যে জাহিদুর রহমান পেয়েছেন ২২৭, অসিম কুমার বাড়ৈ ২৪০ ভোট। সাধারণ সম্পাদক পদে তার প্রতিদ্ব›দ্বীর চেয়ে ১৫২ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফিরোজ মাহমুদ খান। একই পদে বিএনপি সমর্থিত প্রার্থী শেখ হুমায়ুন কবির মাসুদ ২৪৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়াও অর্থ সম্পাদক পদে ৩৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী শাহানুর খানম এবং তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নিয়াজ মাহমুদ খান পেয়েছেন ২৮১ ভোট। পরবর্তী পদগুলোতে এককভাবে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। এতে যুগ্ম সম্পাদক পদে মঈনুদ্দিন মাহাবুবুল আলম সিকদার ৩৭৯ ও মো. সামসুজ্জামান সোহেল পেয়েছেন ৪৩৮ ভোট। তাদের নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী বিউটি সুলতানা ও কাজী আবুল হাসান পেয়েছেন ২৭৩ এবং ১৬৯ ভোট। একই সাথে নির্বাহী সদস্য প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ৫১২ ভোট পেয়ে ১ম নির্বাচিত হয়েছেন মো. মেজবা উদ্দিন সুরুজ, ৪৪৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন সানজিদা শারমিন মৌরি, ৪২৯ ভোট পেয়ে ৩য় হয়েছেন মো. আরিফুর রহমান সিকদার রাসেল, ৪র্থ হয়েছেন ৩৬০ ভোট পেয়ে অসিম কুমার সাহা, এদের নিকটতম প্রতিদ্ব›িদ্বদের মধ্যে মোস্তাফিজুর রহমান পেয়েছেন ২৩৩, হারুন অর রশিদ ১৮৭ ও মিজানুর রহমান রাজু ২৭৫ ভোট পেয়েছেন। নির্বাচন কমিশনার মজিবর রহমান জানান, নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে যারা বিজয়ী হয়েছেন, তারা ১ মার্চ থেকে তাদের দায়িত্বভার গ্রহণ করবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT