3:51 pm , February 14, 2019

পরিবর্তন ডেস্ক \ গলাচিপায় সোলার প্যানেলের ব্যাটারি বিষ্ফোরন থেকে আগুণ লেগে এক কৃষক পরিবারের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুণ নেভাতে গিয়ে আতঙ্কে বিচ্ছেদি রানী হাওলাদার (৬০) নামে এক নারী হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। ঘটনাটি ঘটেছে গত ১১ ফেব্রæয়ারী উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে। বাঁশবুনিয়া গ্রামের জগিদাস সিকদার ও পঙ্কজ সিকদারের পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে মাঠে কাজ করতে যায়। হঠাৎ ঘরের ভিতরে আগুণ দেখতে পেয়ে পাশের বাড়ীর লোকজন ডাক চিৎকারে আগুণ নেভাতে এলাকাবাসী এগিয়ে এলেও আগুণ নেভানো সম্ভব হয়নি। এ সময় আগুণ নেভানোর জন্য আসা বিচ্ছেদি রানী হাওলাদারের হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। ক্ষতিগ্রস্থ পরিবারের প্রকাশ সিকদার জানায়, আগুণে পুড়ে তার সবকিছু ছাই হয়ে গেছে, এখন তারা পথের ভিখারী। তিনি আরো জানান তার ঘরে থাকা ৪০ মন চাল, ১০ মন ধান, ৩ ভরি স্বর্ণ, ৪টি দলিল দুই ছেলে মেয়ের সার্টিফিকেটসহ ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। ঘটনা শুনে আমখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কমরুজ্জামান মনির সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা করার আশ্বাস দেন। এ বিষয়ে প্রকাশ সিকদার গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ রফিকুল ইসলাম এর কাছে আর্থিক সহায়তা পাওয়ার জন্য লিখিত আবেদন করেন।