3:49 pm , February 14, 2019

ওয়াহিদ রাসেল \ উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে শেষ হয়েছে বরিশাল জেলা আইনজীবী সমিতির ভোট। নির্বাচনকে ঘিরে গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই সর্বস্তরের আইনজীবীদের উপস্থিতিতে আদালতপাড়া সরগরম হয়ে উঠে। সকাল ৯ টায় শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এই সময়ে ৭৫৭ জন ভোটারের মধ্যে ৬৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটি এবং প্রশাসনের সহযোগিতায় কোন প্রকার অপ্রীতিকর কিংবা অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই সম্পন্ন হয় ভোট গ্রহণ। নির্বাচন কমিশনের সদস্য সচিব মোখলেছুর রহমান বাচ্চু জানান, সমিতির কার্যনির্বাহী পরিষদের ১১ টি পদের বিপরীতে ২২ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ গ্রহন করে। গতকাল সকাল ৯ টায় শুরু হয় আইনজীবী সমিতির নির্বাচনের কাঙ্খিত ভোট গ্রহণ। মাঝখানে দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতি দেয়া হয়। এর পর পুনরায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলে। অবশ্য সকাল থেকে বিরতির পূর্বেই অধিকাংশ ভোগ গ্রহণ সম্পন্ন হয় বলে উল্লেখ করেন আইনজীবী সমিতি নির্বাচন কমিশনের সদস্য সচিব মোখলেছুর রহমান বাচ্চু। তিনি আরো জানান, মধ্যাহ্নভোজের বিরতীর আগে ৪৪২ ভোট কাস্ট করা হয়। আর তার পরের সময়ে পড়ে আরো ২১১ ভোট। নামমাত্র প্যানেলবিহীন নির্বাচনে এবার ২২ জন প্রার্থী প্রতিদ›িদ্বতা করেন। এর মধ্যে সভাপতি তিন জন, সম্পাদক দুই জন, সহ-সভাপতি চারজন, অর্থ সম্পাদক ২ জন, যুগ্ম সম্পাদক পদে ৪ জন, নির্বাহী সদস্য পদে ৭ জন প্রতিদ্ব›িদ্বতা করেছেন। সভাপতি পদে সৈয়দ ওবায়েদ উল্লাহ (সাজু), তার প্রতিদ্ব›িদ্ব হিসেবে রয়েছেন আলাউদ্দিন হাওলাদার ও বিএনপি সমর্থিথ আবুল কালাম আজাদ-১। সহ-সভাপতি পদে আ’লীগ সমর্থিত গৌরাঙ্গ চন্দ্র শীল, খলিলুর রহমান প্রতিদ্ব›িদ্ব প্রার্থী রয়েছেন বিএনপি সমর্থিথ জাহিদ হোসেন ও অসীম কুমার বাড়ৈ। সাধারণ সম্পাদক পদে আ’লীগ সমর্থিত ফিরোজ মাহমুদ খান ও প্রতিদ্ব›িদ্ব প্রার্থী শেখ হুমায়ুন কবির মাসুদ। যুগ্ম সম্পাদক পদে আ’লীগ সমর্থিত মইনুদ্দিন মাহবুববল আলম সিকদার, সামসুজ্জামান সোহেল, প্রতিদ্ব›িদ্ব প্রার্থী রয়েছেন বিউটি সুলতানা ও কাজী আবুল হাসান। অর্থ-সম্পাদক পদে নিয়াজ মাহমুদ খান প্রতিদ্ব›িদ্ব প্রার্থী রয়েছেন শাহনুর খানম। সদস্য পদে আ’লীগ সমর্থিত আরিফুর রহমান সিকদার রাসেল, মেজবাহ উদ্দিন সুরুজ, সানজিদা শারমিন মৌরি, অসীম কুমার সাহা প্রতিদ্ব›িদ্ব প্রার্থী রয়েছেন মিজানুর রহমান রাজু, মোস্তাফিজুর রহমান ও হারুন-অর-রশিদ। এবার কোন আগাম ভোট গ্রহন না করায় ভোটাধিকার প্রয়োগে ইচ্ছুক যারা তারা সবাই কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেন। যার মধ্যে রয়েছেন ঢাকা থেকে আসা সুপ্রিম কোর্ট বার এসোসিয়শেনের সভাপতি জয়নুল আবেদিন, সহ-সভাপতি ইউসুফ হোসেন হুমায়ন, বরিশাল আইনজীবী সমিতির প্রথম নারী সদস্য ও গেøাবাল বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান সৈয়দা আরজুমান বানু নারগিস প্রমুখ। ভোট গ্রহণের জন্য মোট ৮ টি বুথ ছিলো। ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ৭ টায় ভোট গণনা শুরু হয়েছে বলে নির্বাচন কমিশনার নিশ্চিত করেছেন। এছাড়াও ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি ভোট কেন্দ্রে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও মহানগর সভাপতি অ্যাড. মজিবুর রহমান সরোয়ার, আওয়ামী লীগের বরিশাল জেলার সাধারণ সম্পাদক আইনজীবী সমিতির সাবেক সভাপতি তালুকদার মো. ইউনুস, সাবেক সংসদ সদস্য শেখ টিপু সুলতান, মহানগর সভাপতি গোলাম আব্বাস চৌধুরি দুলাল, সিনিয়র সহ-সভাপতি আফজালুল করিম, বিএনপি’র জেলা (দক্ষিণ) এর সভাপতি এবায়দুল হক চান, সম্পাদক অ্যাড. আবুল কালাম শাহীন, উত্তরের সভাপতি মেজাবাহ উদ্দিন ফরহাদ, মহানগর বিএনপির সহ-সভাপতি মহসিন মন্টু, বরিশালের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিছ আক্তার জাহান শিরিন, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল, কেবিএস আহমেদ কবির, লস্কর নুরুল হক, আনিছ উদ্দিন আহমেদ শহীদ প্রমূখ।