3:52 pm , February 13, 2019
গৌরনদী প্রতিবেদক \ জমকালো অনুষ্টানের মধ্য দিয়ে গৌরনদী উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে প্রথম বই ও বসন্তমেলা বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উদ্ধোধন করা হয়েছে। মেলার উদ্ধোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়ার রহমান। সকাল ১০ টায় বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা মহিলালীগের সাধারন সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী, সহকারী কমিশানার ভূমি মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, আইন বিষয়ক সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া। শেষে অতিথিরা মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।