3:48 pm , February 13, 2019

নিজস্ব প্রতিবেদক \ বরিশাল জেলা আইনজীবী সমিতি থেকে সর্বোচ্চ ওকালতনামা ক্রয়ের দিক থেকে এবার ১মহয়েছেন হুমায়ুনর কবির-১। এছাড়াও ২য় অবস্থানে রয়েছেন আজাদ রহমান। এ নিয়ে ১০ম বারের মতো হুমায়ুন কবির-১ ও আজাদ রহমান ১ম ও ২য় স্থান অধিকার করেন। জেলা আইনজীবী সমিতির দপ্তর সূত্র জানায়, ১ হাজার ২১৯ টি ওকালতনামা কিনে প্রথম স্থানে রয়েছেন হুমায়ন কবির-১ ও ১ হাজার ২০২ টি ওকালতনামা কিনে ২য় স্থানে রয়েছেন আজাদ রহমান। প্রায় ৮ শতাধিক আইনজীবীকে পেছনে ফেলে এই দুই আইনজীবী তাদের সাফল্য অর্জন করেন। উল্লেখ্য, ২০০১ সালের আজাদ রহমান এবং ২০০২ সালের হুমায়ুন কবির-১ বরিশাল জেলা আইনজীবী সমিতিতে আইন পেশায় যোগদান করেন। এরপর থেকে নিষ্ঠা ও কর্মদক্ষতার সাথে আইনজীবী হিসেবে তারা মোয়াক্কেলদের মামলা পরিচালনা করে আসছেন। আইন পেশায় তাদের কাজের সাফল্য হিসেবে প্রতিবছর ওকালতনামা ক্রয়ের হিসাবের দিক থেকে পরপর ১০ম বারের মত ১ম হয়েছেন হুমায়ুন কবির-১ ও ২য় হয়েছেন আজাদ রহমান। এই সফলতার জন্য জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে গতকাল সাধারন সভায় প্রীতিভোজে তাদেরকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণের সময় হুমায়ুন কবির-১ ও আজাদ রহমান উপস্থিত থেকে তাদের পুরস্কার গ্রহন করেন।