3:38 pm , February 12, 2019
বাকেরগঞ্জ প্রতিবেদক \ বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়নে ছাগল বাঁধাকে কেন্দ্র করে এক বৃদ্ধার উপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে স্থানীয় সন্ত্রাসীরা। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার ঢাপরকাঠী গ্রামে ঘটনাটি ঘরে। আহত বৃদ্ধা ঢাপরকাঠী গ্রামের মৃত হামজেদ চৌধুরী’র ছেলে রশিদ চৌধুরী (৭০)। স্থানীয় লোকজন আহত বৃদ্ধাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আহতের ছেলে রাশেদ চৌধুরী ৮ জনসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামী করে ওই দিন সন্ধ্যা ৭টায় বাকেরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত হানিফ’র ছেলে মনোয়ার হোসেন হিরন ও মাঈনুল, মৃত তাজেম’র ছেলে দেলোয়ার, আনোয়ার, ফিরোজ হাং (প্যাদা), জাকির এবং মৃত আজাহার’র ২ ছেলে রানা, রিপন একদলবদ্ধ সন্ত্রাসী। তারা সংখ্যায় বেশি বলে এলাকার কাউকেই পরোয়া করে না।
এবং কোন আইন কানুন মানে না। আহত রশিদ বাড়ীতে বাগান ও ফল ফলাদীর ঘের করে। বেশ কিছুদিন ধরে আসামীদের ছাগলে বৃদ্ধার ঘেরের গাছ-পালা ও ফল-ফলাদির গাছ খেয়ে বহু নষ্ট করেছে। বিষয়টি নিয়ে আসামীদের ইতিমধ্যে বেশ কয়েকবার ছাগল বেঁধে রাখতে বলায় তারা ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে ঘটনার দিন দুপুরে একদলবদ্ধ ভাবে ধারালো দা-রামদা ও লাঠি-সোটা নিয়ে বৃদ্ধার বাড়ির ২০০ গজ পূর্বপাশে ঘেরে ভিতর ডুকে খুন করার উদ্দেশ্যে কিল, ঘুশি ও লাঠি দিয়ে এলোপাথারী পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে ও ঘারের হাড় ভাংগা মারাত্মক জখম করে। তার ডাকচিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ বিষয়ে আহতের ছেলে রাশেদ চৌধুরী বলেন, উল্লেখিত সন্ত্রাসীদের ছাগল বেঁধে রাখতে বলার পর থেকেই তারা আমাদের উপর ক্ষিপ্ত হয় এবং আমাদের মারধর ও খুন জখম করার চক্রান্ত করতে থাকে। এক পর্যায় আমার পিতাকে ঘেরের মধ্যে একা পেয়ে তার উপর সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুত্বর আহত করে। এ ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ দিলে পরবর্তীতে আমাকে সুযোগমত পেলে হাত-পা কেটে পঙ্গু করে দেবে বলে হুমকি ধামকি দিচ্ছে। ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভূক্তভোগী পরিবার ও স্থানীয়রা।