3:38 pm , February 12, 2019
নিজস্ব প্রতিবেদক \ অনাকাঙ্খিত গর্ভধারন রোধকল্পে ও পরিবার পরিকল্পনা কার্যক্রমের চাহিদা পূরনের লক্ষ্যে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা (পিএফপি) বিষয়ক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার নগরীর বিডিএস মিলনায়তন সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর আয়োজনে ও বরিশাল জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহাবুবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন (ডিডি পিএফ) নিয়াজ মো. কামালী, বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, ডা. হাওয়া আক্তার জাহান, ডাঃ সামসুল হক টুনু প্রমুখ। কর্মশালা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আলহাজ্ব ডাঃ তৈয়েবুর রহমান।