3:35 pm , February 12, 2019

নিজস্ব প্রতিবেদক \ বরিশালের ঐতিহ্যবাহী এসসিজিএম মাধ্যমিক বিদ্যালয় (চৈতন্য স্কুল) এরবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্কুল মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মো: মোয়াজ্জেম হোসেন। বিদ্যালয়ের সভাপতি বিজয় কৃষ্ণ দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির আঞ্চলিক শাখার সভাপতি আব্দুল মালেক, সাবেক সভাপতি ও স্কুলের সাবেক প্রধান শিক্ষক দাস গুপ্ত আশিষ কুমার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক সুনীল বরণ হালদার। পরে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বরিশাল জেলা অফিসের সহকারী বিদ্যালয় পরির্দশক মো: সামসুল আরিফিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নাসরিন জোবায়েদা আকতার, অক্সফোর্ড মিশন হাই স্কুলের প্রধান শিক্ষক পলিনুস গুডা, বাংলাদেশ শিক্ষক সমিতির আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন, নিলঞ্জন মিস্ত্রী, সৈয়দ নুরু উদ্দিন শাহীন, সমির কুমার রায় প্রমুখ।