3:12 pm , February 11, 2019

ঝালকাঠি প্রতিবেদক \ ঝালকাঠিতে আনছার ভিডিপি এর কর্মকর্তার সেলিনা বেগমের বাসা থেকে চুর হওয়া স্বর্ণালংকারসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত একজন তার নাতি রাফসান জনি দ্বীপ এবং অপরজন সহযোগি যুবক রেদোয়ান খান। শনিবার রাতে তাদের ঢাকা ডিএমপির ভাটার থানার নয়ানগর কাঁচাবাজার এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার সকালে তাদের ঝালকাঠি সদর থানায় আনার পর দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। ঝালকাঠি সদর থানার ওসি শোনিত কুমার গায়েন জানিয়েছে, ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার বাসিন্দা ও জেলা আনছার বিডিবি কার্যালয়ে কর্মরত সেলিনা বেগমের বাসায় গত ৩০ জানুয়ারি চুরি হয়। বাসা থেকে ছয় ভরি স্বর্ণালংকার ও নগদ তিনলাখ ৮০ হাজার টাকা চুরি হয়। এ ঘটনায় সেলিনা বেগম বাদী হয়ে গত ৭ ফেব্রæয়ারি ঝালকাঠি থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামী করা হয় সেলিনা বেগমের নাতি (মেয়ের ছেলে) রাফসান জনি দ্বীপকে। ঘটনার পর থেকে দ্বীপ ঢাকায় পালিয়ে গিয়ে একটি বাসা ভাড়া করে থাকতো। পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে হয় ছয় ভরি স্বার্নারংকার ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত দ্বীপ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বোতলা গ্রামের মঈনুল হাসানের ছেলে এবং তার সহযোগি রেদোয়ান খান ঝালকাঠি সদর উপজেলার জয়সি গ্রামের জামাল খানের ছেলে।