দুর্নীতি মামলায় জাপা নেতা ও সাবেক কাউন্সিলর জসিম কারাগারে দুর্নীতি মামলায় জাপা নেতা ও সাবেক কাউন্সিলর জসিম কারাগারে - ajkerparibartan.com
দুর্নীতি মামলায় জাপা নেতা ও সাবেক কাউন্সিলর জসিম কারাগারে

3:07 pm , February 11, 2019

নিজস্ব প্রতিবেদক \ ঢাকা ব্যাংক বরিশাল শাখার অর্থ আত্মসাতের মামলায় জাতীয় পার্টি জেলা কমিটির সদস্য সচিব ও বিসিসি’র সাবেক কাউন্সিলর মীর আলফাজ উদ্দিন জসিমকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল সোমবার তিনি উচ্চ আদালতের দেয়া চার সপ্তাহের জামিন শেষে হাজির হয়ে পূনরায় জামিন আবেদন করেন। কিন্তু বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মহাসিনুল হক তার আবেদন না মঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দেন। মীর আলফাজ উদ্দিন জসিম নগরীর দক্ষিণ আলেকান্দা ডেঙ্গু সরদার সড়কের বাসিন্দা ও বিসিসি’র ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। আদালত সূত্রে জানাগেছে, ২০১৩ সালের ৬ আগস্ট কোতয়ালী মডেল থানায় ঢাকা ব্যাংক লিমিটেড বরিশাল শাখার সাবেক দুই কর্মকর্তাসহ তিন জনের বিরুদ্ধে ৭২ লাখ ১৪ হাজার টাকা আত্মসাতের মামলা করেন একই ব্যাংকের ভিপি ম্যানেজার আবদুল মালেক হাওলাদার। ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে থাকা সাবেক কাউন্সিলর ও জাতিয় পার্টি নেতা মীর আলফাজ উদ্দিন জসিম সোমবার (১১ ফেব্রæয়ারী) দুপুরে বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতে আত্মসমর্পন করে পুনরায় জামিন আবেদন করেন। আদালত তার আবেদন না মঞ্জুর করে জেলে প্রেরনের নির্দেশ দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT