3:28 pm , February 10, 2019
নিজস্ব প্রতিবেদক \ মাদক বিক্রয়ের অভিযোগে করা পৃথক মামলায় নগরীর দুই মাদক ব্যবসায়িকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে আদালত। এর মধ্যে জামাল হোসেন মোরলকে আড়াই বছর ও শাজাহান মীরকে দেড় বছরের কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়াও উভয়কে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে দন্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার এ দন্ড দেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মারুফ আহমেদ। দন্ডিত জামাল নগরীর ৫ নং ওয়ার্ড এলাকার মৃত শহর আলী মোড়ল এর ছেলে ও শাজাহান নগরীর কাউনিয়া বিসিক এলাকার মৃত তাহের মিরের ছেলে। রায় ঘোষনার সময় শাজাহান আদালতে উপস্থিত থাকলেও জামাল পলাতক ছিলো। আদালত সূত্র জানায় ২০১৫ সালের ১৯ জানুয়ারী নবগ্রাম রোডের মনসুর কোয়াটারের সামনে থেকে জামালকে ও ২০১৬ সালের ১৭ জানুয়ারী শ্মসান ঘাট কালি মন্দিরের সামনে থেকে শাজাহানকে ৪৬ এবং ২০ পিস ইয়াবা সহ আটক করে মহানগর গোয়েন্দা ও কাউনিয়া থানা পুলিশ। এ ঘটনায় আটকের দিনই ডিবির এসআই আহসান কবির ও কাউনিয়া থানার এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে থানায় মামলা করে। ২০১৫ সালের ১৭ ফেব্রæয়ারী ও ২০১৬ সালের ৮ ফেব্রæয়ারী আদালতে পৃথকভাবে চার্জশীট জমা দেয় ডিবির পরিদর্শক আবুল কালাম আজাদ ও থানার এসআই মাসুদ আহম্মেদ। মামলাদ্বয়ে ৪ ও ৩ জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে বিচারক ওই দন্ড দেন।