সরস্বতী পূজা অনুষ্ঠিত সরস্বতী পূজা অনুষ্ঠিত - ajkerparibartan.com
সরস্বতী পূজা অনুষ্ঠিত

3:21 pm , February 10, 2019

নিজস্ব প্রতিবেদক \ শ্রদ্ধা, যজ্ঞ, অঞ্জলি আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বরিশালে অনুষ্ঠিত হয়েছে বিদ্যার দেবী সরস্বতী পূজা। রবিবার সকাল থেকেই নগীরর বিভিন্ন স্কুল ও কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এবং পাড়া-মহল্লায় এই পূজায় শুরু হয়। এবারই জাতীয় বিশ^বিদ্যালয়ের অধীনে প্রথম ব্রজমোহন কলেজে আলাদা করে ১৩টি বিভাগ সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। পূজা উপলক্ষে মন্ডবগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। সকাল থেকেই দেবীর পায়ে অঞ্জলি নিবেদন করতে শত শত শিক্ষার্থীরা তাদের স্কুল কলেজে এসে উপস্থিত হয়। এসময় পড়াশুনা করে ভালো ফলাফলের কামনা করেন দেবীর কাছে। পুজা অর্চনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সন্ধ্যায় থাকছে আরতী অনুষ্ঠান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT